ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে সড়কে ব্যারিকেড দিয়ে চাঁদাবাজি

প্রকাশিত: ০৪:৫০, ২ মার্চ ২০১৭

ময়মনসিংহে সড়কে ব্যারিকেড দিয়ে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলাকালে বুধবার সকালে শহরের পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজের মোড়ে রাস্তার ওপর ইট ফেলে ব্যারিকেড দেয় লাঠিসোটা হাতে শ্রমিক পরিচয়ে শিশু-কিশোররা। এ সময় শিশু-কিশোরদের হামলায় বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করা হয়। অটো চালকদের অভিযোগ তাদের কাছ থেকে ১০ টাকা থেকে ২০ টাকা হারে চাঁদা নিয়ে শহরে ঢুকতে দেয়া হয়েছে। এ সময় ময়মনসিংহ মেডিক্যালগামী রোগী ও শহরমুখী পরীক্ষা এবং শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হয়। দুপুরের দিকে শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় পরিবহন শ্রমিকরা। সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার গ্রামে কল্যাণ বসু নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির আলমারি ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকারসহ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার মহান্দি চাঁপানঘাটা গ্রামের সুধাময় বসুর ছেলে কল্যাণ বসুর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক কল্যাণ বসু জানান, রাত ৩টার দিকে আট থেকে নয় জনের ডাকাত দল তার বাড়ির বারান্দার কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তারা আলমারিতে রক্ষিত ১৫ ভরি স্বর্ণালংকারসহ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
×