ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:৪৭, ২ মার্চ ২০১৭

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ মার্চ ॥ বুধবার ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বস্তাবর গ্রামের ওসমান গনী ম-লের ছেলে আব্দুল্লাহ আজমী মান্না (৩১) ও তার ভায়রাভাই কালুপাড়া বুধুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেনাসদস্য ফরহাদ হোসেন (২৮) মোটরসাইকেলে ধামইরহাট বাজারে যাচ্ছিলেন। পথে আমাইতাড়া-বীরগ্রাম সড়কের চাঁনকুড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আজমী মান্না নিহত হন। সেনাসদস্য ফরহাদ হোসেন সুমনকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারও মৃত্যু ঘটে। সেনাসদস্য ফরহাদ হোসেন যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। বরিশালে শিশু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর কাউনিয়া এলাকায় বুধবার দুপুরে অটোরিক্সার চাপায় সোহান (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সোহান কাউনিয়া বিসিক মীরা বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে। জানা গেছে, রাস্তা পারাপারের সময় অটোরিক্সা সোহানকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শিশু সোহানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর পরই শিশুটি মারা যায়। মুন্সীগঞ্জে যাত্রী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে দু’পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম জামাল হাওলাদার (৫৫)। আহত হয়েছে আরও তিন জন। মঙ্গলবার রাত সোয়া ১ টার দিকে সমষপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে একটি পিকআপ বাড়ি পরিবর্তনের জন্য মালামাল নিয়ে পিরোজপুর যাচ্ছিল এবং মাওয়া থেকে সবজি বোঝাই পিকআপ ঢাকা যাচ্ছিল।
×