ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৬, ২ মার্চ ২০১৭

  টুকরো খবর

দুই বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার সাবেক স্বরাষ্ট্র সচিবের বাড়িসহ একই রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার রাঢ়িখাল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই দিন রাত একটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল সাবেক সচিব মাহে আলমের গ্রামের বাড়িতে প্রবেশ করে তার ভাই কাউসার মাঝির বিল্ডিংয়ের কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতদল বাড়ির কেয়ারটেকার আঃ জলিলের পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টীলের আলমারি ভেঙ্গে নগদ চল্লিশ হাজার টাকা,এক ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। পরে ডাকাতদল মাহে আলমের ফাঁকা বিল্ডিংয়ের কলাপসিবল গেট ভেঙ্গে ফেলে। অপরদিকে রাত দেড়টার দিকে একই এলাকার হিরু মিয়ার বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাতদল ভেতরে প্রবেশ করে ২০ হাজার টাকা, দেড় ভড়ি ওজনের স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল ফোনসহ প্রায় দেড় লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নেয় । এ সময় ডাকাতদল হিরু মিয়া ও তার ছেলে নাইমকে মারধর করে গুরুতর আহত করে। আওয়ামী লীগ অফিস ভাংচুর ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ মার্চ ॥ বাউফল উপজেলার কালাইয়া বন্দর আওয়ামী লীগ অফিস ভাংচুর করেছে সোহাগ বাবুর্চি নামের এক যুবক। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সিনেমা হল রোড এলাকার ওই অফিস ভাংচুর করে। এ সময় ওই যুবক অফিসে টাঙানো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজের ছবি ভাংচুর করে। সোহাগ উপজেলার দাসপাড়া গ্রামের আলাউদ্দিন বাবুর্চির ছেলে। জানা গেছে, ঘটনার দিন রাত পৌনে নয়টার দিকে সোহাগ বাবুর্চি নামের ওই যুবক লাঠি নিয়ে আওয়ামী লীগ অফিসে ঢুকে। এ সময় অফিসে কাউকে না পেয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজের ছবি ভাংচুর করে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জনতা ওই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক আহত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১ মার্চ ॥ হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় মঙ্গলবার মধ্যরাতে চাল কলের বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ওই এলাকায় হাছেন আলী মেম্বারের চাল কলে ধান গ্যাস করছিল কয়েক শ্রমিক। এ সময় বয়লার বিস্ফোরণে রাহিলা বেগম, রেহানা বেগম ও আলেয়া বেগম গুরুতর আহত হয়। তাদের মধ্যে রাহিলা ও রেহানাকে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে বুধবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাতীবান্ধা হাসপাতাল সূত্র। শিক্ষক লাঞ্ছিত ॥ সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১ মার্চ ॥ জেলা সদরের মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন্দ্রনাথ রায়কে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার বেলা ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরা মহেন্দ্রনগর মহাসড়কে মানবন্ধন ও সড়ক অবরোধ করে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ লাঞ্ছিতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিলে ছাত্রছাত্রীরা মানববন্ধন ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। মঙ্গলবার স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্র করে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান স্বপন তার লোকজনকে নিয়ে স্কুল চলাকালে প্রধান শিক্ষক রথিন্দ্রনাথ রায়কে লাঞ্ছিত করে। নাশকতা ॥ চার জামায়াত নেতা আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ মার্চ ॥ নাশকতার মামলায় ঝিনাইদহে ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঝিনাইদহের মেইন বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলোÑ জেলা জামায়াতের আমির আবুল কাশেম, সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান, সদস্য আক্তারুজ্জামান ও আশরাফ হোসেন। হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ মার্চ ॥ সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজী অনার্স বিভাগের ১ম বর্ষেও মেধাবী ছাত্রী সাজিয়া আফরিন রোদেলাকে যৌতুকের জন্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে সচেতন ফরিদপুরবাসীসহ বিভিন্ন সংগঠন। এতে বক্তব্য রাখেন রোদেলার মা রুমা খানম, নারী নেত্রী ঝর্না হাসান প্রমুখ। বক্তরা অতি দ্রুত এই হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পরে জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, সোমবার রাতে গোয়ালচামট এলাকার শ্বশুরবাড়ি হতে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
×