ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি প্রযুক্তিমেলা

প্রকাশিত: ০৪:৪৫, ২ মার্চ ২০১৭

কৃষি প্রযুক্তিমেলা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১ মার্চ ॥ বুধবার থেকে মাগুরা কালেকটরেট মাঠে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ পতিম সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু। রাবি ক্যাম্পাস তামাকমুক্ত করার অঙ্গীকার রাবি সংবাদদাতা ॥ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত ‘ধূমপানমুক্ত ক্যাম্পাস : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেন। রাবি রিপোর্টার্স ইউনিটি (রুরু) ও এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি সেন্টারের (এসিডি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের শিক্ষক লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারোওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।
×