ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে ছাত্রীর ওপর হামলাকারী শিবির ক্যাডার গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৫, ২ মার্চ ২০১৭

মহেশখালীতে ছাত্রীর ওপর হামলাকারী শিবির ক্যাডার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে মাদ্রাসা ছাত্রীর ওউপর হামলা ও ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে জখম করা প্রধান আসামি শিবির ক্যাডার জাহেদুল ইসলামকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহেদুল ইসলাম হোয়ানক হরিয়ারছড়ার লোকমান হাকিমের পুত্র। মহেশখালী থানা জানায়, প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ শিবির ক্যাডার জাহেদ শনিবার বিকেলে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর হাত, মুখ ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঝালকাঠিতে দুই ধর্ষকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১ মার্চ ॥ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান আসামির উপস্থিতিতে ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা করে জরিমানা করেছে। বুধবার আদালত নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান হাওলাদার ও একই উপজেলার সূর্যপাশা গ্রামের আশ্রাব আলীর ছেলে রুবেল ওরফে খাটো রুবেলকে এই সাজা প্রদান করেছে। মামলায় অপর ৬ আসামিকে খালাস প্রদান করেছে। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে ঐ মেয়েকে ধর্ষণ করে। সেই দুই ভাই ঢাকার হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ মার্চ ॥ ডিএমডি রোগে আক্রান্ত আমতলীর দুই সহোদর শিপন ও সোলায়মানকে বুধবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বরগুনার জেলা প্রশাসক, সিভিল সার্জন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়। বুধবার দুই সহোদরকে ঢাকার শেরেবাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×