ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে দ্রুতযান এক্সপ্রেস লাইনচ্যুত, সাসপেন্ড দুই

প্রকাশিত: ০৪:৪৫, ২ মার্চ ২০১৭

পার্বতীপুরে দ্রুতযান এক্সপ্রেস লাইনচ্যুত, সাসপেন্ড দুই

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ১ মার্চ ॥ দিনাজপুর-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীশূন্য দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিন বুধবার সকাল ৭.৪৫ মিনিটে পার্বতীপুর রেল জংশনের উত্তরে রেল ক্রসিংয়ের কাছে লাইনচ্যুত হয়, তবে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে তিন ঘণ্টায় যোগাযোগ সচল করে উদ্ধার কর্মিরা । ট্রেনের খালি র‌্যাকটি দিনাজপুর রেলস্টেশন থেকে পার্বতীপুর ডকইয়ার্ডে আসার পথে এ দুর্ঘটনা ঘটে । এতে সিডিউল বিপর্যয় হয় আন্তঃনগর রূপসা, খুলনা মেল ও কমিউটার ট্রেনের । ট্রেনগুলো নির্ধারিত সময়ের ২ ঘণ্টা বিলম্বে চলাচল করে। সহকারী নির্বাহী প্রকৌশলী আঃ লতিফ, লোকো ফোরম্যান ( এসএসএ ই/আইসি লোকো) আঃ মতিন জানান সিগন্যাল অমান্য করে ট্রেন চালনার জন্য এ দুর্ঘটনা। ঘটনার পরই লালমনিরহাটের ডিএম ই ইঞ্জিনের ক্রু (চালক) মাসুম আকতার ও সহকারী এএলএম মনসুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।
×