ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় স্ত্রী হারাল দাঁত

প্রকাশিত: ০৪:৪৪, ২ মার্চ ২০১৭

মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় স্ত্রী হারাল দাঁত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১ মার্চ ॥ মাদক বিক্রি করতে অস্বীকার করায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ইয়াসমিন বেগম নামে গৃহবধূর প্লাস দিয়ে দাঁত উপড়ে ফেলেছে। বুধবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের চঁনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ইয়াছমিন বেগম চঁনপাড়া এলাকার আলাউদ্দিনের মেয়ে। গৃহবধূ ইয়াছমিন বেগম জানান, ৯ বছর আগে একই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মোক্তার হোসেনের সঙ্গে ইয়াছমিন বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তাসলিমা ও মোসলেমা নামে দুটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকে স্বামী মোক্তার হোসেন মাদক বিক্রি শুরু করে এবং ইয়াছমিন বেগমকেও মাদক বিক্রি করতে বলে। ইয়াছমিন বেগম মাদক বিক্রি করতে পারবে না বলে সে তার বাবার বাড়িতে চলে আসে। বুধবার সকালে মোক্তার হোসেন ইয়াছমিনের বাবার বাড়ি এসে তাকে মাদক বিক্রি করতে বলে। ইয়াছমিন বেগম মাদক বিক্রি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এর জের ধরেই মোক্তার হোসেন, সেলিম, সাবিনা, কুলসুম, বিজয় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইয়াছমিন বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় স্বামী মোক্তার হোসেন প্লাস দিয়ে ইয়াছমিন বেগমের দাঁত উপড়ে ফেলে।
×