ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় নির্যাতনের শিকার হানি মৃত্যুশয্যায়

প্রকাশিত: ০৪:৪৩, ২ মার্চ ২০১৭

নওগাঁয় নির্যাতনের শিকার হানি মৃত্যুশয্যায়

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ মার্চ ॥ যৌতুকের জন্য নির্যাতনের শিকার তরুণী গৃহবধূ হাবিবা খাতুন হানি বর্তমানে নওগাঁ সদর আধুনিক হাসপাতালের শয্যায় মৃত্যুর প্রহর গুনছে। দীর্ঘ ৩ মাস সে চিকিৎসাধীন রয়েছে। হানির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ হানির স্বামী অভি ও শ্বশুর সামছুজোহা বিদ্যুৎকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে। তবে ঘটনার ইন্ধনদাতা শাশুড়ি বেবীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে থানার ওসি তোরিকুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা গেছে, নওগাঁ সদরের হাট-নওগাঁ মহল্লার হাফিজুর রহমানের সুন্দরী কন্যা এসএসসি পরীক্ষার্থী হাবিবা খাতুন হানিকে একই মহল্লার মোঃ সামছুজোহা বিদ্যুতের ছেলে এইচএসসি পড়ুয়া অভি গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের একপর্যায়ে ৬ মাস পূর্বে অভি হানিকে বিদ্যালয় থেকে ফেরার পথে মায়ের সহযোগিতায় গোপনে তুলে নিয়ে বিয়ে করে। বিয়ের ৩ মাস পর থেকে অভি ও তার পরিবার হানির ওপর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। নির্যাতনের একপর্যায়ে হানি গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভির পরিবার তাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গোপনে ভর্তি করে। হানির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে ক্ষতের সৃষ্টি হয়েছে। হানির এমন অবস্থার কথা তার পরিবার জানতে পারলে তাকে সেখান থেকে উদ্ধার করে গত ৩০ নবেম্বর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। কিন্তু ৩ মাসেও হানির তেমন কোন উন্নতি হয়নি। হানির নাকের ভেতর দেয়া প্লাস্টিকের পাইপের মাধ্যমে শুধু তরল জাতীয় খাবার সামান্য পরিমাণ গ্রহণ করতে পারছে। অবিরত হানির মুখ দিয়ে ফেনা উঠছে। হানির পরিবার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে মেয়েকে সুস্থ করে তোলার জন্য। হানিকে রাতদিন তার পরিবার ছায়ার মতো ঘিরে রেখেছে। অভির পরিবারের উদাসীনতার কারণে আজ এই অবস্থা বলে হানির অভিযোগ। তার এখন উন্নত চিকিৎসার প্রয়োজন বলে চিকিৎসকরা জানান।
×