ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দনিয়ায় বর্ণ অঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:০২, ২ মার্চ ২০১৭

দনিয়ায় বর্ণ অঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘এসেছি বাঙালী রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে’ শীর্ষক বর্ণ অঙ্কন প্রতিযোগিতা গত ৯ ফেব্রুয়ারি দনিয়ার শিশুমেলা স্কুলে শুরু হয়। সেদিন শিক্ষার্থীদের আবৃত্তি ও উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৯৫০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় উৎসাহ উদ্দীপনায় অংশ নেয়। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুলের দিবা ও প্রাত শাখা, গ্রীন গার্ডেন স্কুল, শেরেবাংলা আইডিয়াল স্কুল, সরকারী ঢাকা বধির হাই স্কুল, পলাশপুর আইডিয়াল স্কুল, পিএনপি স্কুল, দনিয়া সরকারী প্রাথমিক স্কুল, আদর্শ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পূর্বে শিশুদের পাঠ্য বই থেকে আবৃত্তি করেন সঞ্জনন ও তামান্না সারোয়ার। আগামী ৯ মার্চ পর্যন্ত এ কে হাই স্কুল, ব্রাইট স্কুল এ্যান্ড কলেজ, স্টার লাইট, অগ্রদূত বিদ্যা নিকেতনসহ ১৫টি প্রতিষ্ঠানে একইভাবে প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতার মাধমে স্কুলে স্কুলে মাতৃভাষার চর্চা, ৫২’র ইতিহাস এবং দেশের প্রতি ভালবাসার কথা তুলে ধরা হচ্ছে। ২৪ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিজয়ী শিশুদের পুরস্কার দেয়া হবে। পুরো আয়োজনে সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাণ গ্রুপের মিল্ক ম্যান।
×