ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকুন্দিয়ায় বাউল গান ও লোকজ মেলা

প্রকাশিত: ০৪:০২, ২ মার্চ ২০১৭

পাকুন্দিয়ায় বাউল গান ও লোকজ মেলা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউল গানের আসর ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার পাটুয়াভাঙ্গা বালিয়া রাজ ভা-ারী দরবার শরীফে হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (র)-এর ২৪তম বার্ষিক উরস উপলক্ষে এ বাউল গানের আয়োজন করা হয়। এতে বাউলশিল্পী ময়মনসিংহের সুনীল কর্মকার ও জেসমিন সরকার এবং ঢাকার শংকর দাস যুক্তিতর্কের মাধ্যমে গান পরিবেশন করে বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ দর্শক মাতিয়ে রাখেন। শুরুতেই ভাষা শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বাউল শিল্পীদের বেহালায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান বাজানো হয়। দরবার শরীফের মোতাওয়াল্লি আবদুুল হাইয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-দফতর সম্পাদক জিয়াউল হক বাতেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান আকন্দ, প্রভাষক একরাম হোসেন মানিক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, দর্পণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ তাকিসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দরবার শরীফের তরুণ আশেকান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাসান মোবারক। আয়োজকরা জানায়, বাউল গানের আসরকে কেন্দ্র করে মাজারসহ আশপাশ এলাকায় লোকজ মেলা বসে।
×