ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের জন্য আইভির ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ০৪:০১, ২ মার্চ ২০১৭

প্রতিবন্ধীদের জন্য আইভির ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী কিশোর হামিমের কণ্ঠে ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানটি যখন হচ্ছিল, তখন রাজধানীর মালিবাগের বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে সঙ্গীতের মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল। গান শেষে উপস্থিত অন্য শিল্পী ও অতিথিদের মুখেও ছিল প্রশংসা। সকলের মন্তব্যই ছিল, হামিম যে প্রতিবন্ধী সেটা তার গান শুনে বোঝার উপায় নেই। হামিমের গানের পর এগিয়ে গিয়ে হামিমকে বুকে জড়িয়ে ধরেন অনুষ্ঠানের আয়োজক ইশরাত জাহান আইভি। এ রকমই ঘটনার অবতারণা ঘটে সম্প্রতি বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন বুলবুলের স্মরণ সভায়। মহসিন বুলবুলের মেয়ে বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান আইভি আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু-কিশোরদের উপহার, নগদ অর্থ সহায়তা ও তাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সামছুল হক রেজা। অনুষ্ঠানে অতিথিরা প্রয়াত মহসিন বুলবুলকে স্মরণ করে স্মৃতিচারণ করেন। এ সময় রাজনৈতিক নেতারা, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন। হামিম ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনজু, টুটুল ও মরিয়ম মারিয়া।
×