ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদিল রায়হান মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৩:৫৯, ২ মার্চ ২০১৭

আদিল রায়হান মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক

আদিল রায়হান সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। মার্কেন্টাইল ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ব্যাংক এশিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। আদিল রায়হান ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি এইচএসবিসি, প্রাইম ব্যাংক এবং ওয়ান ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি বাংলাদেশের উন্নয়নের রূপরেখা অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি মোবাশ্বের আলী ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশের সন্ধানে : বাংলাদেশে উন্নয়নের রূপরেখা’ শীর্ষক একটি সেমিনার বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশের উন্নয়নে ১১টি দফা উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের ডিস্টিবনগুইশ প্রফেসর ড. হায়দার এ. খান মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর হান্নানা বেগম, প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, সৌরভ জাহাঙ্গীর, ড. কুদরত-ই-খুদা বাবু, বায়েজিদ সরকার। প্রফেসর ড. হায়দার এ. খান দেশের অর্থনীতির উন্নয়নের জন্য টেকসই কারিগরি দিক বিবেচনাকে সার্থকতা বাঞ্ছনীয় সেখানে মানবতা অপরিহার্য অঙ্গ। ফুল চাষ লাভজনক হয়ে উঠছে অর্থনৈতিক রিপোর্টার ॥ ফুলকে বাণিজ্যিক নির্ভরতার ফসল হিসেবে ভাবছে রাজশাহী অঞ্চলের চাষীরা। স্বল্প সময়ে মুনাফার নিশ্চয়তা, আর নগরে দিন দিন এর বহুমুখী ব্যবহারে এ চাষ লাভজনক মনে করছেন চাষীরা। তবে নতুন নতুন ফুল চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারী ও ব্যাংক ঋণের সহায়তা চাইলেন উদ্যোক্তারা। ফুল চাষ সম্প্রসারণে চাষীদের প্রশিক্ষণ ও চারা সরবরাহসহ নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগ। বরেন্দ্রর শুকনো মাটিতেও সবুজের সতেজতা ছড়াচ্ছে ফুলের বাড়ন্ত গাছগুলো। সবুজ খেতে মাথা উঁচিয়ে এ যেন রঙের মেলা। নীল, সাদা সিঁদুরে লাল, শিশিরের মুক্ত দানায় ফুটে উঠছে মন রাঙানো গোলাপ, গাঁদা, বৈজয়ন্তসহ নানা ফুলের কুড়ি। ফুলের চারা লাগিয়ে স্বল্প সেচ, নিয়মিত কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার করলেই এক থেকে দেড় মাসে ফুলে ফুলে ভরে উঠছে ক্ষেতের পর ক্ষেত। তাতে ৮ মাস পর্যন্ত বাজারের অর্ডার অনুসারে প্রতিদিন আঁটি আঁটি ফুল তুলতে ব্যস্ততা বাড়ে মালীদের। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মঞ্জুরুল হক বলছেন, শহরে ব্যাপক চাহিদা ও ফুলের বাজার থাকায় এ চাষ সম্প্রসারণে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
×