ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোমরা স্থলবন্দরে ধর্মঘটে ক্ষতি পাঁচ শ’ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫৮, ২ মার্চ ২০১৭

ভোমরা স্থলবন্দরে ধর্মঘটে ক্ষতি পাঁচ শ’ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ খুলনা বিভাগের পর দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোমরা স্থলবন্দরে গত চার দিনে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় পাঁচশ’ কোটি টাকা। ভোমরা স্থলবন্দরের আমদানি করা দেড় শতাধিক কাঁচামাল ভর্তি ট্রাকসহ ৫ শতাধিক বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে থাকায় কাঁচামালের বেশিরভাগই নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বিশেষ করে পিঁয়াজ, কমলা লেবু, আপেল, আঙ্গুরসহ বিভিন্ন ধরনের ফল আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভোমরা স্থলবন্দরের যুগ্ম কমিশনার কাজি ফরিদ উদ্দিন জানান, পরিবহন ধর্মঘটের কারণে গত চার দিনে ভোমরা বন্দরে প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। ভোমরা সিএ্যান্ডএফের এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, পরিবহন ধর্মঘট ও পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে প্রায় ৪ দিন ধরে কার্যত অচল হয়ে থাকে ভোমরা স্থলবন্দর। গত চার দিনে পাঁচশ’ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন আমদানি-রফতানি কারকরা এমন দাবি বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বগুড়ায় আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বুধবার বিকালে শহরের শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রসাশক মোঃ আশরাফ উদ্দিন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই মেলার আয়োজক বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। সহযোগিতা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন। চেম্বার সভাপতি মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন। মেলার আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম রাজ জানিয়েছেন মেলা চলবে এক মাস। মাঠে গিয়ে দেখা যায় কোন রকমে কয়েকটি স্টল বসানো হয়েছে। মেলার নামকরণে আন্তর্জাতিক হলেও এখন কোন বিদেশী স্টল বসেনি।
×