ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় গ্রিড থেকে সরবরাহ বৃদ্ধির অনুরোধ চিটাগাং চেম্বারের

প্রকাশিত: ০৩:৫৮, ২ মার্চ ২০১৭

জাতীয় গ্রিড থেকে সরবরাহ বৃদ্ধির অনুরোধ চিটাগাং চেম্বারের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে তীব্র গ্যাস সঙ্কট নিরসনে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বৃদ্ধির আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপির প্রতি এক জরুরী পত্রে এ আহ্বান জানান চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামে ৫০০-৫৫০ এমএমসিএফটি চাহিদার বিপরীতে ২৪০ থেকে ২৫০ এমএমসিএফটি পর্যন্ত গ্যাস সরবরাহ করা করা হয়েছে। কিন্তু গত কয়েকদিন তাও পাওয়া যাচ্ছে না। এতে আবাসিক ও শিল্প খাতের গ্রাহকরা চরম দুর্দশার শিকার হচ্ছেন। চলমান গ্যাস সঙ্কটের ফলে রফতানিমুখী আরএমজি, নিট এবং অন্যান্য শিল্প কারখানা বিদেশী ক্রেতাদের চাহিদা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে রফতানি পণ্য উৎপাদন ও জাহাজীকরণ করতে ব্যর্থ হচ্ছে। ফলে কার্যাদেশ হারানো, ব্যাংক ঋণের সুদ, শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার দায়ভারে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গৃহস্থালী খাতে গ্যাসের অভাব ও গ্যাসের চাপ অত্যন্ত ক্ষীণ বিধায় অনেক এলাকায় রান্নার কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। হাসপাতাল/ক্লিনিকগুলোতেও গ্যাসের সরবরাহ অতীব অপ্রতুল। পরিস্থিতির সামগ্রিক অবনতিতে চট্টগ্রাম মহানগরী এখন গ্যাসের সঙ্কটে ভুগছে। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম গ্যাসের এ সঙ্কট নিরসনে দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ও দ্বিতীয় বৃহত্তম মহানগরীর প্রায় ৫০ লক্ষেরও অধিক অধিবাসী এবং শিল্পোদ্যোক্তাদের নাজুক অবস্থা বিবেচনাপূর্বক জরুরী ভিত্তিতে জাতীয় গ্রিড হতে চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনাদানে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে জ্বালানি উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। পোশাক শিল্পে আইএলও কনভেনশন বাস্তবায়নে সাফল্য অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার বিকেএমইএ ঢাকা কার্যালয়ের সম্মেলন কক্ষে সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিতকরণে আইএলও ও বিকেএমইএর মাঝে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি এএইচ আসলাম সানি। সভায় আইএলওর প্রতিনিধিত্ব করেন রাভি পেরিস, সিনিয়র স্পেশালিস্ট, এমপ্লয়ার্স একটিভিটিস; মিরান্ডা ফ্যাজারমেন, স্পেশালিস্ট অন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস্ ও তোমো পুতেনিন, প্রোগ্রাম ম্যানেজার, আইএলও। আইএলওর সিনিয়র বিশেষজ্ঞ রাভি পেরিস বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ স্বাক্ষরিত আইএলও কনভেনশনগুলো বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিশেষ করে নীটশিল্পখাতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ অনেকাংশে সফলতা অর্জন করার কথা তুলে ধরেন।
×