ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্থিক সমন্বয় ও ঋণ প্রদানের তথ্য দাখিলের নির্দেশ

প্রকাশিত: ০৩:৫৪, ২ মার্চ ২০১৭

আর্থিক সমন্বয় ও ঋণ প্রদানের তথ্য দাখিলের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ হাউসগুলোর গত মাসের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ প্রদানের তথ্য আগামী ৭ মার্চের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এছাড়া প্রতিষ্ঠানগুলোর নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট ৫ মার্চের মধ্যে দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সিকিউরিটিজ হাউসগুলো প্রতি মাসে তাদের আর্থিক সমন্বয় ও ঋণ সরবরাহের তথ্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা রয়েছে। ২০১০ সালের ৩১ জানুয়ারি বিএসইসির এই নির্দেশনার পর থেকে প্রতি মাসেই সিকিউরিটিজ হাউসগুলো তাদের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ সরবরাহের তথ্য দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় গত মাসের প্রতিবেদন আগামী ৭ মার্চের মধ্যে দাখিল করতে হবে। মিরর ক্যাপিটালকে ২ লাখ টাকা জরিমানা অর্থনৈতিক রিপোর্টার ॥ আইন ভঙ্গের দায়ে মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথা সময়ে নবায়ন করেনি। এতে প্রতিষ্ঠানটি ডিপজিটরি প্রবিধান মালা ২০০৩ এর বিধি ৩০(৭) ভঙ্গ করেছে। প্রতিষ্ঠানটি শাখা ব্যবস্থাপক এবং কমপ্লায়েন্স অফিসার রাখেনি এবং চুক্তি মোতাবেক অফিস স্পেস ব্যবহার করেনি।
×