ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৩, ২ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি! স্পেনে নবজাতকের তুলনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দেশের জনসংখ্যা বাড়াতে শেষ পর্যন্ত প্রকল্প হাতে নিয়েছে স্পেন সরকার। পরিসংখ্যান বলছে, স্পেনের মহিলারা দুই বা তার বেশি সন্তান চান। কিন্তু ২০১৫ সাল থেকে জনসংখ্যায় তার কোন প্রভাব পড়ছে না। সমীক্ষা অনুযায়ী, দেশের ১৮ থেকে ৪৯ বছর বয়সী নারীদের সন্তান সংখ্যা গড়ে এক দশমিক তিন। যা ইউরোপীয় ইউনিয়নের এক দশমিক ৫৮-এর চেয়েও কম। সমস্যার সমাধানে জরুরী পদক্ষেপ হাতে নিয়েছে স্পেন সরকার। জনসংখ্যা বৃদ্ধি প্রকল্প সফল করার ভার ন্যস্ত করেছে এদেলমিরা ব্যারেইরা নামে দেবতার হাতে। -ইন্ডিপেন্ডেন্ট দুই দশকে প্রথম... ২০০৬ সালে পুরো পৃথিবী দেখেছিল পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা নেপাল কেমন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ২৪০ বছরের পুরাতন হিন্দু রাজতন্ত্র থেকে ‘গণতন্ত্র’ ছিনিয়ে এনেছিল। রাজতন্ত্র থেকে নেপাল প্রথমবার নিজেকে প্রতিষ্ঠিত করল ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেব। নেপালের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আঞ্চলিক নির্বাচন করবে। ২০ বছরে এই প্রথমবার নেপালে অনুষ্ঠিত হতে চলেছে আঞ্চলিক ভোট। মানুষ নিজের মত প্রকাশে অধিকার প্রয়োগ করবে ১৪ মে। সে দিনই নেপালে অনুষ্ঠিত হবে আঞ্চলিক ভোট। -জি নিউজ
×