ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরাকে বিনামূল্যে উইকিপিডিয়া...

প্রকাশিত: ০৩:৫৩, ২ মার্চ ২০১৭

ইরাকে বিনামূল্যে উইকিপিডিয়া...

ইরাকে বিনামূল্যের উইকিপিডিয়া সেবা চালু হয়েছে। দেশটির মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান এশিয়াসেল গ্রাহকরা এ সুবিধা পাবেন। উইকিপিডিয়া জিরো প্রকল্পের অংশ হিসেবে ডেটা ছাড়াই এই অনলাইন বিশ্বকোষ সেবা চালু হয়েছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫৯টি দেশে উইকিপিডিয়া জিরো প্রকল্পের অংশ হিসেবে এ সেবা দেয়া হচ্ছে। উইকিপিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তারা যত বেশি সম্ভব মানুষের কাছে মানব জ্ঞানের সমষ্টি নিয়ে আসতে চান। -বিবিসি ৮১ বছর বয়সে... জাপানের মাসাকো ওয়াকামিয়া (৮১) গুরুত্বপূর্ণ একটি ব্যাংকে ৪৩ বছর সাফল্যের সঙ্গে কাজ করেছেন। জীবনের সায়াহ্নে এসে তিনি শেখেন কম্পিউটারের ব্যবহার। আর এবার তৈরি করে ফেললেন নিজস্ব একটি এ্যাপ। গত সপ্তাহে তিনি হিনাদান নামে সেই এ্যাপের উদ্বোধন করেছেন। এ্যাপটি শুরু হবে ইনট্রোডাকশন দিয়ে আর শেষ হবে ইউজারকে অভিনন্দন জানিয়ে। -ওয়েবসাইট
×