ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেকর্ড মূল্যে স্মৃতিকথা লিখছেন ওবামা দম্পতি

প্রকাশিত: ০৩:৫১, ২ মার্চ ২০১৭

রেকর্ড মূল্যে স্মৃতিকথা লিখছেন ওবামা দম্পতি

বিখ্যাত প্রকাশনী সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউস মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা হোয়াইট হাউসে বিগত কয়েক বছরে তাদের যাপিত জীবন নিয়ে স্মৃতি কথা নিয়ে বই লেখার জন্য তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই বই লেখা বাবদ সম্মানী হিসেবে তারা কত পাবেন তা উল্লেখ করা না হলেও ফিন্যান্সিয়াল টাইম পত্রিকা জানিয়েছে এই অর্থের পরিমাণ ছয় কোটি মার্কিন ডলারের বেশি হবে। এই বিপুল পরিমাণ অর্থ অতীতের যে কোন মার্কিন প্রেসিডেন্টের স্মৃতিচারণমূলক গ্রন্থের জন্য প্রাপ্ত পারিশ্রমিকের চেয়ে বহু গুণ বেশি। উল্লেখ্য, ওবামা-মিশেলের স্মৃতিকথা নিয়ে বই প্রকাশের জন্য অনেক প্রকাশনী সংস্থা তাদের সম্মতির জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। এ প্রসঙ্গে ডেমোক্র্যাটদলীয় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের কথা উল্লেখ করা যেতে পারে। ২০০৪ সালে ক্লিনটন তার স্মৃতিকথা ‘মাই লাইফ’ লেখা বাবদ পেয়েছিলেন এক কোটি পঞ্চাশ লাখ ডলার এবং তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার স্মৃতিকথা ‘ডিসিশন পয়েন্টস’ লিখে পেয়েছেন এক কোটি ডলার। সাবেক প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্টলেডি-এর আগে পেঙ্গুইনের প্রকাশনী সংস্থা ক্রাউনের মাধ্যমে বইটি প্রকাশ করেন। তবে ঠিক কোন প্রকাশনীর মাধ্যমে বইটি আলোর মুখ দেখবেÑ তা জানাতে পেঙ্গুইন র‌্যানডম হাউস অস্বীকৃতি জানিয়েছে। পেঙ্গুইনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কাস ডোহলে বলেছেন, আমরা প্রেসিডেন্ট ওবামা ও মিশেল ওবামাকে নিয়ে প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত। এ প্রসঙ্গে ডোহলে আরও বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডি তাদের কথা ও নেতৃত্বের মাধ্যমে এ বিশ্বে পরিবর্তন এনেছেন এবং প্রতিদিন যেসব বই আমাদের প্রকাশনা সংস্থার মাধ্যমে প্রকাশিত হয় আমরাও এর মাধ্যমে চেষ্টা করি একই লক্ষ্যস্থলে পৌঁছাতে। বর্তমানে আমাদের লক্ষ্য হচ্ছে ওবামা ও মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া যাতে করে তাদের প্রকাশিত বইগুলো বৈশ্বিক প্রকাশনার ক্ষেত্রে অভূতপূর্ব সম্ভাবনা ও গুরুত্ব বহন করে। পেঙ্গুইনের সঙ্গে বই প্রকাশনী নিয়ে ওবামার পক্ষে আলোচনা করেন উইলিয়ামস এন্ড কনোলীর রবার্ট বার্নেট ও ডিনীন হাওয়েল বার্নেট অবশ্য বই প্রকাশনীর ব্যাপারে ওবামার পূর্বসূরী বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের পক্ষেও মধ্যস্থতা করেন। তিনি মিশেল ওবামার আগে হিলারি ক্লিনটন ও লরা বুশের পক্ষেও কাজ করেন। ওবামা দম্পতি তাদের বই থেকে প্রাপ্ত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ ওবামা ফাউন্ডেশনসহ অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানে দান করার পরিকল্পনা করেছেন। যে কোন সাবেক প্রেসিডেন্টের লেখা বাবদ প্রাপ্ত অর্থের চেয়ে বারাক ওবামার বই থেকে পাওয়া সম্মানীর অঙ্ক অনেক বড়। মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির মতো অনুপম জুটির পক্ষ থেকে তাদের অতীত দিনের স্মারক গ্রন্থ প্রকাশের যে ঘোষণা দেয়া হবে তা আগে থেকেই ধারণা করা হয়েছিল। গদ্য রচনা শৈলীতে যুক্তরাষ্ট্রের একজন আধুনিক প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার সুনাম অনেক আগে থেকেই বিস্তৃতি লাভ করেছিল। তার বহুল সমাদৃত স্বপ্ন বিলাসী বই ‘মাই ফাদার’ এবং ‘অভাসিটি অব হোপ’ ওবামার হোয়াইট হাউসে গমনের পথকে সুগম করে বলে ধারণা করা হয়। -গার্ডিয়ান
×