ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবু বকর সিদ্দিক

শুদ্ধ সংস্কৃতি বিকাশে চাই সম্মিলিত প্রয়াস

প্রকাশিত: ০৩:৪৯, ২ মার্চ ২০১৭

শুদ্ধ সংস্কৃতি বিকাশে চাই সম্মিলিত প্রয়াস

মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়, তাকেই আমরা সংস্কৃতি বলে থাকি। বর্তমান তরুণ প্রজন্মের যাদের মধ্যে বিরাজ করছে নানারকম অপসংস্কৃতি। আসলে সংস্কৃতি এমন একটা বিষয় যা নিজের দেশের ভাবগাম্ভীর্য আর ধর্মীয় নীতি-নৈতিকতা মেনে নিজের জীবনযাপন করা। কিন্তু দুঃখজনক। আমাদের বর্তমান প্রজন্ম যারা ভবিষ্যতের কাণ্ডারি, বিদেশী সংস্কৃতির উপর তারা আজ নির্ভরশীল। তরুণ ছেলেমেয়েদের দেখা যায় তারা নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের শিকার হচ্ছে। আজকাল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক তরুণ তরুণীকে দেখা যায় তারা উদ্ভট পোশাকাদি ব্যবহার করছে, যা তাদের ধর্ম বা দেশীয় রীতিনীতি সমর্থন করে না। তারা ভার্চুয়াল জগতটাকে তাদের জীবন মনে করছে। কিন্তু এগুলো করতে গিয়ে অনেক তরুণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা কারও সঙ্গে চ্যাট করে সময় ব্যয় না করে এই সময়টুকু সমাজের নানারকম কাজে ব্যয় করা যায়। মানুষকে নানারকম দিক নির্দেশনা দেয়া যেতে পারে। মানুষদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য নানারকম বন্ধুসভা বা সুস্থ সংস্কৃতি চর্চাকেন্দ্র খোলা যেতে পারে। আবার পাড়ার বন্ধুরা মিলে রাস্তার পাশে গাছ লাগানো যেতে পারে। নিরক্ষরতা দূর করার জন্য কাজ করতে পারে এই তরুণ প্রজন্ম। জঙ্গীবাদ থেকে শুরু করে দেশের যে কোন অপসংস্কৃতির বিরুদ্ধে নিজেদের সক্রিয় অবস্থান তৈরি করতে পারে এই তরুণ প্রজন্ম। বন্যার সময় অসহায়দের পাশে দাঁড়াতে পারে এই তরুণ প্রজন্ম। নিজেদের এবং নিজের দেশকে এগিয়ে নেয়ার জন্য সদা ভাল সংস্কৃতির চর্চা শুরু করা যেতে পারে। দেশের ইতিহাস ঐতিহ্য জানার জন্য নানারকম ভাল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় নিজের উদ্যোগে বা সামষ্টিক উদ্যোগে পাঠাগার খুলে মানুষকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করা যেতে পারে। বিদেশী চলচ্চিত্রের উপর আসক্ত না হয়ে দেশী সংস্কৃতির উপর জোর দিতে হবে আমাদের এই তরুণ প্রজন্মোকে। আসুন আমরা সবাই মিলে নিজেদের সংস্কৃতি বিকাশে উদ্বুদ্ধ হই এবং অন্যকে উদ্বুদ্ধ করি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
×