ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহণ ধর্মঘটে সংসদে স্বতন্ত্র এমপির ক্ষোভ

প্রকাশিত: ০২:৪৬, ১ মার্চ ২০১৭

আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহণ ধর্মঘটে সংসদে স্বতন্ত্র এমপির ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ আদালতের রায়ের বিরুদ্ধে দু’দিনের ধর্মঘট ও সীমাহীন জনদূর্ভোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি বলেন, দুই দিনের শ্রমিক ধর্মঘট ও অবরোধের ঘটনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আপাততঃ দৃষ্টিতে এঘটনাকে আদালতের রায় বদলানোর কৌশল মনে হলেও এটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা ও আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশে ওই সংসদ সদস্য সরকারকে সতর্ক করে বলেন, বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, আদালতের রায়ের প্রতিবাদে ধর্মঘট ডাকলো পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘট প্রত্যাহার করে নিলেও আকস্মিক এই ধর্মঘটে জনদুর্ভোগ হয়েছে। কিছু দুঃখজনক খবরও আমরা পেয়েছি। যাতে মনে হয়েছে, এই ধর্মঘট ডেকে তারা জনগনকে জিম্মি করে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে সকল আইন ও বিচারের উর্ধ্বে উঠতে চেয়েছে। তিনি বলেন, চালক ও মালিকগণ আদালতের রায়ে ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতেই পারেন। কিন্তু আন্দোলনের নামে জনগনকে জিম্মি করে আদালতের রায় বদলানোর চেষ্টা ঔদ্ধত্যপূর্ণ। তাহজীব আলম সিদ্দিকী বলেন, গণমাধ্যমের সুবাধে জানতে পারলাম একজন প্রভাবশীল নেতা ও মন্ত্রী, যিনি কিনা একজন শ্রমিক নেতাও, তার হস্তক্ষেপে ধর্মঘট আপাততঃ স্থগিত হয়েছে। আমি বিশ্বাস করতে চাই, সরকারের পক্ষ থেকে এই অযৌক্তিক ধর্মঘট বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিলো। আইনের শাসন অক্ষত রাখতে ও বিচার ব্যবস্থা অক্ষুণœ রাখতে সরকার পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোর কাছে আত্মসমর্পণ করেনি। বরং ধর্মঘট প্রত্যাহার করতে বাধ্য করেছে। তিনি আরো বলেন, কোনো গোষ্ঠী যদি তাদের হীনস্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে অন্যায় আবদার করে এবং আইনের শাসনের প্রতি অনাস্থা জানায়, তাহলে আমি সরকারকে অনুরোধ করব ভবিষ্যতেও শক্ত হাতে সেটি মোকাবেলা করার জন্য। দুর্ভোগের শিকার অসংখ্য ঢাকাবাসীর সঙ্গে আমার যাত্রাপথে আলাপ হয়েছে। অধিকাংশই একবাক্যে বলেছে, আদালতের বিচারই চূড়ান্ত। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতই শক্তিশালী হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সরকার সব সময় জনগনের এই আকাঙ্খাকে সম্মান দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×