ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছে ৯৩ কোটি ডলার

প্রকাশিত: ০২:৪০, ১ মার্চ ২০১৭

ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছে ৯৩ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও গত অর্থবছরে এসে আড়াই শতাংশ কমে যায়। যা চলতি ২০১৬-১৭ অর্থবছরেও অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম মাস তথা জুলাইতে ১০০ কোটি ৫৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা বিগত ৩৪ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। এরপর আগস্ট মাসে ১১৮ কোটি ৩৬ লাখ, সেপ্টেম্বরে ১০৫ কোটি ৬৬ লাখ এবং অক্টোবরে ১০১ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। নভেম্বরে মাত্র ৯৫ কোটি ১৪ লাখ ডলার রেমিট্যান্স আসায় বিগত ৭২ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্সের রেকর্ড হয়। এরপর ডিসেম্বর মাসে রেমিটেন্স আসে ৯৫ কোটি ৮৭ লাখ ডলার। জানুয়ারি মাসে রেমিটেন্স আসার গতি একটু বেড়ে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স আসে ৯৩ কোটি ৬২ লাখ ডলার। সে হিসেবে বিগত ছয় বছরের মধ্যে কোনো একক মাসে প্রবাসী আয়ের এটাই সর্বনিম্নের রেকর্ড। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৮১১ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৯৭৬ কোটি ৯২ লাখ ডলার। সে হিসেবে অর্থবছরের আট মাসেই প্রবাসী আয় কমেছে ১৬৫ কোটি ৬৮ লাখ ডলার বা ২৬ শতাংশ। ‍
×