ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে যুবদলের সাবেক সভাপতি হাবলু মোল্লা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

প্রকাশিত: ০০:২০, ১ মার্চ ২০১৭

দৌলতপুরে যুবদলের সাবেক সভাপতি হাবলু মোল্লা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতা হত্যার অন্যতম পরিকল্পনাকারী দৌলতপুর যুবদলের সাবেক সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা (৪৭) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিন মোল্লার ছেলে এবং প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লার নাতি ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবলু মোল্লা বড়গাংদিয়া এলাকায় তার নিজ কার্যালয়ে বসে অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর গোপন বৈঠক ও পরিকল্পনা করার খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় হাবলু মোল্লাকে একটি সার্টার গান ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আন্ডার ওয়াল্ডের ডন খ্যাত হাবলু মোল্লা গ্রেপ্তার হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, অপরাধ ও নাশকতা কর্মকান্ড ঘটানোর গোপন বৈঠক চলাকালে হাবলু মোল্লাকে তার নিজ কার্যালয় থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতা হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের মামলা ও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, হাবলু মোল্লা দৌলতপুর যুবদল ও ছাত্রদলের সবেক সভাপতি এবং বর্তমান বিএনপি’র বহিস্কৃত নেতা। ১৯৯৯ সালের ১৬ ফেব্র“য়ারি দৌলতপুর উপজেলার কালিদাসপুরে চরমপন্থী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতা হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন হাবলু মোল্লা। সেসময় এ হত্যাকান্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলেও বিএনপি ক্ষমতায় আসলে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপে মামলা থেকে তিনি নিস্কৃতি পান। এছাড়াও আন্ডার ওয়াল্ড নিয়ন্ত্রনসহ তৎকালীন বিএনপি’র এমপি ও প্রয়াত প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লার নাতি ছেলে হওয়ার কারনে বিভিন্ন রকম অপরাধ সংঘঠিত করলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করতো না।
×