ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবেই

প্রকাশিত: ০৮:৪১, ১ মার্চ ২০১৭

মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবেই

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, বিএনপি আগেও সন্ত্রাসী দল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মুখে যাই-ই বলুক, বিএনপি তাদের অস্তিত্ব রক্ষায় অবশ্যই আগামী নির্বাচনে অংশ নেবে। দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হলেও তারা নির্বাচনে আসবে। কিন্তু দেশের জনগণ আর সন্ত্রাসী দল, জঙ্গীদের দল ও মানুষকে পুড়িয়ে হত্যাকারী দল বিএনপিকে মেনে নেবে না। ব্যালটের মাধ্যমে আবারও প্রত্যাখ্যান করবে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের মীর শওকাত আলী বাদশা, সাবিনা নাহার বেগম, মনোয়ারা বেগম, বেগম আখতার জাহান, বেগম রহিমা আখতার, ওয়ার্কার্স পার্টির ইয়াছিন আলী ও জাসদের মইন উদ্দীন খান বাদল। আলোচনায় অংশ নিয়ে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১টি বছর পরাজিত পাকিস্তানের প্রেতাত্মারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বিএনপি-জামায়াত সরকারের ৫ বছর ছিল চরম বিভীষিকাময় অধ্যায়। আন্দোলনের নামে খালেদা জিয়ার আগুনসন্ত্রাস জনগণ ব্যর্থ করে দিয়েছে। দুর্নীতির বরপুত্র তারেক রহমান ও খালেদা জিয়ার দুষ্কর্মের বিচার হচ্ছে। পদ্মা সেতুতে কথিত দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক আদালত নাকচ করে দিয়েছে। এ কারণে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ড. ইউনূসসহ সবার বিচার হওয়া উচিত। দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার সাজা হলে বিএনপি কয়েকভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে।
×