ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সালাম না দেয়ায় শিক্ষার্থীকে রড ও হাতুড়িপেটা করল ছাত্রলীগ কর্মী

প্রকাশিত: ০৮:৩৩, ১ মার্চ ২০১৭

সালাম না দেয়ায় শিক্ষার্থীকে রড ও হাতুড়িপেটা করল ছাত্রলীগ কর্মী

বিডিনিউজ ॥ ‘সালাম না দেয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। তার নাম তানভীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জানান, সোমবার রাতে ক্যাম্পাসে এ ঘটনায় আহত তৌকির আহমেদকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌকির নড়াইলের লোহাগাড়ার হারুন-অর-রশিদের ছেলে। তানভীর একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর থেকে তানভীর পলাতক রয়েছেন হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান বলেন, তৌকিরের শরীরে জখমের চিহ্ন রয়েছে। আশঙ্কামুক্ত হলেও তার সুস্থ হতে সময় লাগবে। প্রক্টর আউয়াল কবির বলেন, খবর পেয়ে হাসপাতালে তৌকিরকে দেখতে গিয়ে আমি বিস্মিত হয়েছি। কেউ সামান্য অজুহাতে এভাবে মারধর করতে পারে দেখে সত্যিই খারাপ লেগেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
×