ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা উইলিয়াম টড আসছেন

প্রকাশিত: ০৮:২৬, ১ মার্চ ২০১৭

মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা উইলিয়াম টড আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি এ্যাসিস্টেন্ট সেক্রেটারি উইলিয়াম ই টড আগামী সপ্তাহের শুরুতে ঢাকায় আসছেন। নিশা বিসওয়াল এ্যাসিস্টেন্ট সেক্রেটারির পদ ছাড়ার পর তিনিই ভারপ্রাপ্ত এ্যাসিস্টেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর দেশটির পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ কোন কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর। জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করে উইলিয়াম টডের আসন্ন সফর বিষয়ে আলোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তার সফর পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি দেশটির অব্যাহত গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। উইলিয়াম টড এর আগেও বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের মন্ত্রিসভায় গত সোমবার স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে কসোভোকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার পরদিনই রাষ্ট্রদূত বার্নিকাট পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত করেন। উল্লেখ্য কসোভোকে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ জানিয়ে আসছিল।
×