ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় পাচ কয়েদীকে হস্তান্তর

প্রকাশিত: ০৮:০৩, ১ মার্চ ২০১৭

ভারতীয় পাচ কয়েদীকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ সোনা পাচার ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ভারতীয় পাঁচ আসামিকে বন্দীবিনিময় চুক্তির মাধ্যমে ভারতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আসামিদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে পুলিশের এসআই খসরুল যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের বেনাপোল চেকপোস্টে নিয়ে আসেন। আসামিরা হলেন সোনা পাচার মামলার আসামি আহমেদাবাদ জেলার অশনি লক্ষ্মণের ছেলে রাকেশ লক্ষ্মণ (২২), আকুলা জেলার গোলাপমাল খাটরির ছেলে রামকুমার (৪৫), আকোলা জেলার সিন্ধিক্যাম্প থানার কাচকোহোলী গ্রামের অশোক ওয়াদের ছেলে কামাল ওয়াদ আলী (২৮) ও অশোক নন্দ মালিনীর ছেলে রোহিত অশোক মালিনী (২৩) এবং অস্ত্র মামলার আসামি নদীয়া জেলার মারাটিয়া থানার পূর্ব মানথপুর গ্রামের আতাহার আলীর ছেলে আবু তাহের (৫৪)। এর আগে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে গত ১০ জানুয়ারি ফেরত পাঠানোর জন্য আনা হলেও কাগজপত্রের ত্রুটির কারণে ভারতীয় কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেনি।
×