ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগারগাঁও থেকে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার

প্রকাশিত: ০৮:০২, ১ মার্চ ২০১৭

আগারগাঁও থেকে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ইমন (১৮) নামে অপহৃত এক তরুণকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল মোঃ সোহাগ মিয়া (২৮), মোঃ রুবেল ওরফে আদু (২৭), মোঃ সোহেল (২৯), মোঃ ওবাইদুল (২৫), মোঃ আলমগীর, (৩০) মোঃ শাহ আলম (১৮), মোঃ শিপন (২৯), মোঃ শাকিল (২২) ও আসলাম মিয়া (২৮)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। এরা পেশাদার ছিনতাই, অপরহণ ও মাদক ব্যবসায় জড়িত। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, গত ২৬ ফেব্রুয়ারি সকালে শ্যামলী শিশুমেলার সামনে থেকে ইমন নামে এক তরুণকে অপহরণ করে। এ সময় অপহরণকারীরা ইমনের পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দেড় লাখ টাকা দফারফা হয়। পরে অপহৃতের পরিবার বিষয়টি র‌্যাবকে জানায়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে অপহৃত ইমনকে উদ্ধারে অভিযানে নামে র‌্যাব-২ এর একটি গোয়েন্দা দল। তারা বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সে অনুযারী অভিযোগকারী পশ্চিম আগারগাঁওয়ে মোড়ে অবস্থান নেয়। এ সময় র‌্যাব ওঁৎ পেতে থেকে অপহরণকারী রুবেল ওরফে আদুকে আটক করে। আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ৭ম তলার ছাদ থেকে অপহৃত ইমনকে হাত, পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে র‌্যাব।
×