ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ

প্রকাশিত: ০৭:৫৮, ১ মার্চ ২০১৭

রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) ২০১৬ সালের বার্ষিক রিপোর্ট। রিপোর্ট গ্রহণ করে পরীক্ষা নিয়ে স্বচ্ছতার সঙ্গে দ্রুত ফল প্রকাশে পিএসসির সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে রাষ্ট্রপতি মানসম্মত মূল্যায়নের স্বার্থে দুজন পরীক্ষক দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়নের তাগিদ দিয়েছেন। মঙ্গলবার সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে বার্ষিক রিপোর্ট পেশ করেন। এ সময় কমিশনের সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, রাষ্ট্রপতি আমাদের বিভিন্ন উদ্যোগের কথা শুনেছেন। তিনি বিভিন্ন উদ্যোগের যেমন সন্তোষ প্রকাশ করেছেন তেমনি নানা পরামর্শও দিয়েছেন। কি করলে আরও ভাল করা যায়। কিভাবে তা করতে হবে। এছাড়া এখন শুধু বাংলায় হলেও আগামী বছর থেকে ইংরেজীতেও দেয়া যাবে পুরো বিসিএস পরীক্ষা, এমন পরিকল্পনার কথা পিএসসির চেয়ারম্যানসহ অন্যরা জানিয়েছেন রাষ্ট্রপতিকে। শিক্ষা ক্ষেত্রে উন্নতি হয়েছে -শিক্ষামন্ত্রী ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়ার জন্য তাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে নিজেদের গড়ে তুলতে হবে। ঢাকায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি খেলার মাঠে ‘হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
×