ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী

প্রকাশিত: ০৫:৫৫, ১ মার্চ ২০১৭

পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী

অস্ট্রেলিয়ায় পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণীর খোঁজ মিলেছে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রোটেনেস্ট দ্বীপে এ প্রাণীর বাস। বিড়াল আকারের এ প্রাণীটি দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো। স্থানীয়রা এ প্রাণীটিকে কুয়োকা বলে ডাকে। প্রাণিবিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে, এ প্রাণীটির অস্বিত্ব হারিয়ে গেছে। সম্প্রতি একজন পেশাদার সাইকেলচালকের নজরে আসে প্রাণীটি। পরে তিনি কুয়োকাটির সঙ্গে একটি সেলফি তুলে অনলাইনে পোস্ট করেন। ছবিটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়ায় নানা প্রান্ত থেকে পর্যটকরা রোটেনেস্ট দ্বীপে ভিড় করেন। অনেকে প্রাণীটিকে খুঁজে এটির সঙ্গে ছবি তোলেন। প্রাণিবিজ্ঞানীরা বলছেন, কুয়োকা আদর পেতে পছন্দ করে। এটি মিশুক প্রকৃতির প্রাণী। এটি মানুষের সঙ্গে মিশতে চায়। তবে বিরূপ আবহাওয়ায় এ প্রাণী টিকতে পারে না। মানুষের কোন ক্ষতিও করে না এ প্রাণী। ২১ বছর বয়সী সাইকেলচালক ক্যাম্পবেল জোন্স বলেন, আমি ধন্য যে কুয়োকাটির সঙ্গে একটি সেলফি তুলতে পেরেছিলাম। তিনি বলেন, কুয়োকাটির সঙ্গে ছবি তুলতে গেলে এটি কোন নড়াচড়া করেনি। আমার মনে হয় ছবি তুলতে পছন্দ করে কুয়োকা। এটি ফলজাতীয় খাবার খায়। -এনডিটিভি অবলম্বনে।
×