ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝুঁকিতে ভিআর

প্রকাশিত: ০৫:৫৫, ১ মার্চ ২০১৭

ঝুঁকিতে ভিআর

আদালতের নিষেধাজ্ঞায় ঝুঁকিতে পড়তে পারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস। অকুলাসের ভিআর হেডসেটে ব্যবহার করা জটিল কিছু সফটওয়্যার গেম নির্মাতা প্রতিষ্ঠান জেনিম্যাক্সের সম্পত্তি বলে অভিযোগ আনা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি অকুলাসের ডিভাইসে নির্দিষ্ট কিছু কোড ব্যবহারে নিষেধাজ্ঞা আনার দাবি জানায় জেনিম্যাক্স। খবরে বলা হয়েছে, জেনিম্যাক্সের এমন দাবিতে সিদ্ধান্ত নিতে কয়েক মাস দেরি থাকলেও এক সম্পত্তিবিষয়ক আইনজীবী জানান, আদেশ জেনিম্যাক্সের পক্ষে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শুরুতেই জেনিম্যাক্সের প্রযুক্তি চুরির দায়ে ৫০ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় ফেসবুককে। এবার একই আদালতে অকুলাস ডিভাইসে নির্দিষ্ট কিছু ভিআর কোড ব্যবহারে নিষেধাজ্ঞা আনার দাবি তুলেছে জেনিম্যাক্স। অকুলাসের এক মুখপাত্র টেরা রান্ডাল জানান, তারা পরিকল্পনা অনুযায়ী বিচারককে “রায় পাল্টানোর জন্য আহ্বান করবেন, যাকে তারা বলছেন আইনত ত্রুটিপূর্ণ এবং মোটামুটি অন্যায্য।-ওয়েবসাইট অবলম্বনে।
×