ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ড্রেনে কুড়িয়ে পাওয়া ‘একুশ’কে নিয়ে আদালতে প্রতিবেদন পেশ

প্রকাশিত: ০৫:৫৪, ১ মার্চ ২০১৭

চট্টগ্রামে ড্রেনে কুড়িয়ে পাওয়া ‘একুশ’কে নিয়ে আদালতে প্রতিবেদন পেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় প্রায় পুরোপুরি সুস্থ নবজাতক ‘একুশ।’ কেটে গেছে জীবনশঙ্কা। ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া এ শিশুটিকে পেতে আগ্রহী অনেক দম্পতি। কিন্তু আদালতের সিদ্ধান্ত না আসায় শিশুটিকে কারও হাতে তুলে দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ এখন তার প্রয়োজন পারিবারিক পরিবেশে মায়ের ¯েœহ। হাসপাতালে একাধিক মায়ের দুধ পান করে জটিলতায় পড়তে পারে শিশুটি, এমনই আশঙ্কা চিকিৎসকদের। এ অবস্থায় হাসপাতালের পক্ষ থেকে আদালতের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। মঙ্গলবার আদালতকে দেয়া প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চমেক হাসপাতালে দুই মায়ের দুধ পান করছে শিশু একুশ। কিন্তু একাধিক মায়ের দুধপান শিশুটির শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাছাড়া হাসপাতালের মতো জায়গায় নবজাতক একটি শিশু দীর্ঘদিন থাকলে তার মধ্যে নানা ধরনের রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কাও থাকে। চিকিৎসকরা চান যত দ্রুত সম্ভব এক মায়ের হাতে একুশকে তুলে দেয়া। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আদালতের নির্দেশনা চাইছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ জগদীশ চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, একুশ এখন শঙ্কামুক্ত। প্রায় পুরোপুরি সুস্থ। তাকে হাসপাতালের পরিবেশে বেশি দিন রাখা ঠিক নয়। এখন তার মায়ের ¯েœহের প্রয়োজন। আদালতের নির্দেশনা প্রসঙ্গে তিনি জানান, সে অনুযায়ী শিশুটির চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। আদালতের নির্দেশ পেলেই আমরা একুশকে একজন মায়ের হাতে তুলে দেব। নবজাতক একুশকে সন্তান হিসেবে পেতে এর মধ্যেই ৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু নিঃসন্তান পরিবারই নয়, সন্তান রয়েছে এমন বাবা-মাও আছেন। ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া এ শিশুটির আদর যতেœর কোন ঘাটতি হয়নি। অনেকেই এগিয়ে আসেন। শুধু এগিয়ে আসা নয়, ফুটফুটে এই বাচ্চাটিকে একেবারেই নিয়ে যেতে চান। এদিকে একুশের বাবা-মাকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশনা দিয়েছে আদালত। চট্টগ্রামের শিশুবিষয়ক বিশেষ আদালতের জজ জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার এ আদেশ দেন। এ ব্যাপারে আগামী ১২ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একই দিন শিশুটিকে কোন মায়ের হাতে তুলে দেয়ার বিষয়েও সিদ্ধান্ত দেয়া হতে পারে। প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকার একটি ড্রেনে পাওয়া যায় নবজাতক এই শিশুটিকে। এলাকার কয়েক তরুণ শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ড্রেন থেকে কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ায়। তারপর শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। আকবর শাহ থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। একুশের প্রথম প্রহরে কুড়িয়ে পাওয়ায় শিশুটির নাম রাখা হয় ‘একুশ।’
×