ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

সিলেটে দুদক কর্মকর্তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না

প্রকাশিত: ০৫:৫৩, ১ মার্চ ২০১৭

সিলেটে দুদক কর্মকর্তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের বহুল আলোচিত দুদকের উপসহকারী পরিচালক রনজিত কর্মকারের বিরুদ্ধে কোটি টাকার ক্ষতিপূরণ আদায়সহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না কেন? এই মর্মে সোমবার হাইকোর্টে একটি রুলনিশি জারি করা হয়েছে। ২ সপ্তাহের মধ্যে দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিত জবাব দাখিলেরও নির্দেশ প্রদান করে হাইকোর্ট। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলম চৌধুরীর করা রিট মামলায় (২৩১৯/২০১৭) বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ দ্বৈত বেঞ্চ উপরোক্ত আদেশ প্রদান করেন। দুদকের লিখিত জবাব দাখিলের পর আগামী ২১ মার্চ আদালত আবার শুনানি গ্রহণ করে পরবর্তী নির্দেশনা দেবে বলেও আদেশে জানিয়েছেন। সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলম চৌধুরীকে বিনা মামলা ও বিনা ওয়ারেন্টে সিলেট আলমপুরের জোনাল অফিসে কর্মরত অবস্থায় ১৯ অক্টোবর ২০১৬ তারিখে দুদকের উপসহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার আটক করে কোম্পানীগঞ্জ থানার একটি কথিত মামলায় ফরওয়ার্ডিং দিয়ে কারাগারে প্রেরণ করেন। ২৪ অক্টোবর সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান প্রকাশ্যে আদালতে কোম্পানীগঞ্জ থানার দুদকের ফরওয়ার্ডিং এ উল্লেখিত ২৩নং মামলা তিনি আদালতে বিচারাধীন এ মামলায় বদরুল আলম চৌধুরী নামের কোন আসামির অস্তিত্ব নেই বলে আদেশ দিয়ে বলেন গ্রেফতারকৃত বদরুল আলম চৌধুরীকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। আদালতের ৩৫নং আদেশে ২৬ অক্টোবর ২০১৬ তারিখে প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা বদরুল আলম চৌধুরী কারাগার থেকে মুক্তি পান। দুদকের এসব বেআইনী কর্মকা-কে চ্যালেঞ্জ করে বদরুল আলম চৌধুরী হাইকোর্টে রিট করেন। সোমবার হাইকোর্টে রিট মামলার শুনানিতে অংশগ্রহণ করেন এ্যাড. দিদার আলম কল্লোল ও এ্যাডভোকেট রফিকুল হাসান।
×