ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধি ৬ মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ০৫:৪১, ১ মার্চ ২০১৭

দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধি ৬ মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর যে গণবিজ্ঞপ্তি দিয়েছে তার দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে’ দেয়া ওই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অন্যদিকে এক দশকেরও বেশি সময় ধরে বিচার শেষ না হওয়া ফৌজদারি পৃথক মামলায় দুই বন্দির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে (নিম্ন) বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে শিক্ষা সচিবসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিস জারি করেছেন হাইকোর্ট। আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর যে গণবিজ্ঞপ্তি দিয়েছে তার দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোট। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। ভোক্তা সংগঠন ক্যাবের এক রিট আবেদনের প্রাথমিক শুরু করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এই আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে। পাশাপাশি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা হবে। পাশাপাশি বিদ্যুত উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যক খাতেও গ্যাসের দাম দুই ধাপে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়া হয় ওই গণবিজ্ঞপ্তিতে। ক্যাবের আইনজীবী সাইফুল আলম আদেশের পর সাংবাদিকদের বলেন, “সরকার ২৩ তারিখে গণগবিজ্ঞপ্তি জারি করে ১ মার্চ ও ১ জুন থেকে দুই দফায় দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আদালত দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছে।“ দুই বন্দীর মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ॥ এক দশকেরও বেশি সময় ধরে বিচার শেষ না হওয়া ফৌজদারি পৃথক মামলায় কারাবন্দী দুই বন্দীর মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে (নিম্ন) বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিরা হলেন- কাইলা কালাম ও মোঃ আব্দুল খালেক। তাদের মামলা তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ৬ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস ॥ আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে শিক্ষা সচিবসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিস জারি করেছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব ছাড়া অন্যরা হলেন- ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন, একই কলেজের পরিচালনা পর্ষদের এ্যাডহক কমিটির চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীর পিএস নাজমুল হক খান ও কমিটির সদস্য এনামুল হক আবুল। তিন মাসের জামিন ॥ আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।
×