ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না

প্রকাশিত: ০৫:৪০, ১ মার্চ ২০১৭

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না

সংসদ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংসদে দাবি করেছেন, বাংলাদেশে কোন বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ। এই সরকার কোনভাবেই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন, অনুমোদন ও অনুসমর্থন অথবা উৎসাহিত করে না। আইনসঙ্গত দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কোনরূপ ব্যত্যয় পরিলক্ষিত হলে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়। মঙ্গলবার সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে ওয়ার্কার্স পার্টির বেগম হাজেরা খাতুনের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ দাবি করেন। বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচী শুরু হয়। ভুয়া পুলিশের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন অপরাধের ঘটনা সংঘটিত হওয়ায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভাবর্মূতি ক্ষুণœ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে আবদুল মতিনের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা বলেন। বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচী শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীরা তাদের অপরাধের ধরন সময়ে পরিবর্তন করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে নিজেদের ছদ্মবেশে রেখে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণের মতো অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে। এতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে ॥ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতির পিতার খুনীদের দেশে ফিরিয়ে এনে দ- কার্যকর করতে গঠিত টাস্কফোর্স সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পলাতক ছয় খুনীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি রয়েছে। ইন্টারপোল সদস্যভুক্ত সকল দেশের এনসিবিকে বিদেশে পলাতক এসব খুনীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করা হয়েছে।
×