ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা জিতল ওয়ারী ক্লাব

প্রকাশিত: ০৫:৩৮, ১ মার্চ ২০১৭

শিরোপা জিতল ওয়ারী ক্লাব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা’র শিরোপা জিতল ওয়ারী ক্লাব। মঙ্গলবার বিকেলে পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওয়ারী ক্লাব ২৫-১৭, ২৫-২২, ২৩-২৫, ২৫-১৫ পয়েন্টে শাহবাগ স্পোর্টিং ক্লাবকে হারায়। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২৫-১১, ২৫-১৫ পয়েন্টে হারায় স্পার্কলিং এন্ড্রেমিডা ক্লাব। প্রতিযোগিতার সেরা ডিফেন্ডার হন শাহবাগ স্পোর্টিংয়ের সোহেলী, সেরা এটাকার ওয়ারী ক্লাবের কেয়া ও সেরা সেটার হন একই ক্লাবের ময়ূরী। তারা পুরস্কার হিসেবে পান ক্রেস্ট ও নগদ পাঁচ হাজার টাকা করে। এছাড়া চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলকে ট্রফি, মেডেল, সনদপত্র ও ব্যক্তিগত পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজীব উদ্দিন আহমেদ চপল। দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে উদয়ন মানি বিটিআই গলফ স্পোর্টস রিপোর্টার ॥ কুর্মিটোলা গলফ কোর্সে চলমান বিটিআই ওপেনের দ্বিতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন ভারতের উদয়ন মানি। তিনি পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। ৬ শট কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন একই কলিন জোশি। ৫ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে ভারতের হরেন্দ্র গুপ্ত ও ফিরোজ সিং। বাংলাদেশের গলফারদের মধ্যে শীর্ষে রয়েছেন রবিন মিয়া। পারের সমান শট খেলে যৌথভাবে ১৩তম অবস্থানে রয়েছেন তিনি। এছাড়া ােবে ১৯তম স্থানে বাংলাদেশের সাখাওয়াত হোসেন সোহেল, সজীব আলী ও বাদল হোসেন। অপর বাংলাদেশী গলফার দুলাল হোসেন আছেন ২৫তম এবং জামাল হোসেন মোল্লা আছেন ২৯তম স্থানে।
×