ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

প্রকাশিত: ০৫:৩৭, ১ মার্চ ২০১৭

পিছিয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও নতুন করে প্রমাণ হলো কথা ও কাজে মোটেও এক নয় দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন বছরের প্রথম মাসে তারা নতুন ফুটবল বর্ষপঞ্জিকা ঘোষণা করেছিল। গর্ব করে বলেছিল, ক্যালেন্ডার অনুযায়ীই সব টুর্নামেন্ট ও লীগ আয়োজিত হবে। কিন্তু এ কথায় স্থির থাকতে পারেনি তারা। এই যেমন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কথাই ধরা যাক। আগামী মার্চের শেষদিকে শুরু হওয়ার কথা ছিল এই আসরটির। কিন্তু পরিকল্পনা মতো মাঠে গড়াচ্ছে না তা। পিছিয়ে যাচ্ছে তৃতীয় আসরটি। বাফুফে সূত্রে জানা গেছে, বিভিন্ন পারিপার্শিকতায় টুর্নামেন্টটি তারা নির্ধারিত দিনে শুরু করতে পারছে না। সেক্ষেত্রে এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হবে টুর্নামেন্টটি। অনুসন্ধানে আরও জানা গেছে, প্রস্তাবিত সময়ে টুর্নামেন্টটি মাঠে না গড়ানোর আরও কারণগুলোর মধ্যে জাতীয় ফুটবল দলের কোচ চূড়ান্ত না হওয়া ও ক্যাম্প শুরু না হওয়া অন্যতম। বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প করেছেন ৫০-এরও বেশি ফুটবলার। কিন্তু দল চূড়ান্ত হয়নি কোন কোচ না থাকায়। বাফুফে দেশী, না বিদেশী কোচ নিয়োগ দেবে, তা এখনও চূড়ান্তই করতে পারেনি। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দীন বেশ কিছুদিন ধরেই অবস্থান করছেন বিদেশে। খুব শীঘ্রই দেশে ফেরার কথা তার। তিনি ফিরলেই নাকি টুর্নামেন্টের দিন-তারিখ চূড়ান্ত হবে। এশিয়া রাগবি ট্রফিতে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান রাগবি, বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন), জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী ও ব্র্যান্ড গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ রাগবি জাতীয় দল এশিয়া রাগবি সেভেনস ট্রফিতে অংশ নিতে আগামী বুধবার সকালে বিমানযোগে কাতারের দোহায় অংশগ্রহণের জন্য যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যান্ড গ্রুপের চেয়ারম্যান নুরুল মোস্তাফা, মাই ওয়ানের ব্যান্ড চেয়ারম্যান এমএ রাজ্জাক এবং ব্যান্ড ম্যানেজার কেএমজি কিবরিয়া, রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জাহির, সহ-সভাপতি ব্যারিস্টার আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের ম্যানেজার সাঈদ আহমেদ, সদস্য দীন ইসলাম, দলের কোচ আব্দুল কাদের এবং অধিনায়ক পরিতোষ চাকমা। টুর্নামেন্টের খেলা হবে ৩ ও ৪ মার্চ। ভেন্যু এসপায়ার স্টেডিয়াম।
×