ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে জয় দিয়ে শুরু ফেদেরারের

প্রকাশিত: ০৫:৩৬, ১ মার্চ ২০১৭

দুবাইয়ে জয় দিয়ে শুরু ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই আবার পুরনো রূপে ফিরেছেন। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøামের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৫ বছর। অবশেষে বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে খরা কাটিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর রজার ফেদেরার। স্বাভাবিকভাবেই ওই জয়ে দারুণ উজ্জীবিত তিনি। সেটার ছাপ দেখা গেল দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপসে। প্রথম পর্বে তিনি উড়িয়ে দিলেন ফ্রান্সের অবাছাই বেনো পেইরেকে ৬-১, ৬-৩ সেটে। এছাড়া জয় তুলে নিয়েছেন ৪ নম্বর বাছাই গায়েল মনফিলস এবং স্পেনের মারসেল গ্রানোলার্স, গুইলার্মো গার্সিয়া-লোপেজ ও রবার্তো বাতিস্তা আগুত এবং জার্মানির ফিলিপ কোলশ্রেইবার। দুবাইয়ে অন্যতম ফেবারিট হিসেবেই খেলছেন বর্তমান বিশ্বের ১০ নম্বর ফেদেরার। তিনি ৩ নম্বর বাছাই এ আসরের। দুবাইয়ে এর আগে ৭ বার শিরোপা জিতেছেন ফেদেরার। এবার চ্যাম্পিয়ন হতে পারলে আটবার শিরোপা জেতার রেকর্ড হবে। যেভাবে শুরু করলেন তাতে করে প্রতিপক্ষদের বার্তা দিয়ে দিলেন তাকে দমানো কঠিন হবে। ফরাসী অবাছাই পেইরে কোন সুযোগই পাননি। হেরে গেছেন ৬-১, ৬-৩ সেটে। অথচ ৩৫ বছর বয়সী এ সুইস তারকা গত বছরের শেষদিকে নিজের ক্যারিয়ার নিয়েই ছিলেন সন্দিহান। মূলত পায়ের ইনজুরিটা বেশ ভুগিয়েছে তাকে এবং ফিটনেস সমস্যায় ওই রকম অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। তবে নতুন করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠেছেন মেলবোর্ন বীরত্ব দেখিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই খুশি যেভাবে আমি খেলেছি। আমি আক্রমণাত্মক থাকতে পেরেছি। আমার এত ভাল প্রথম রাউন্ড খুব কমই গেছে। বেশ কয়েকটা ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়েছে। কিন্তু আমি বেশ ভালভাবেই নিজেকে ফিরে পেয়েছি। তবে রাতের ম্যাচে প্রথমবার এখানে খেলাটা কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। আমার মনে হয় বিষয়টা আরও ভালর দিকে যাবে টুর্নামেন্ট চলতে চলতে।’ ফেদেরার মূলত আরব আমিরাতেই তার অনুশীলন ক্যাম্প করে থাকেন। আর সে কারণে তার জন্য দুবাই চ্যাম্পিয়নশিপস বরাবরই পয়মন্ত। এবারও শুরুটা ভাল হলো ফেদেরারের। কখনও তিনি পেইরের বিপক্ষে হারেননি, টানা জিতলেন চার ম্যাচ। অবশ্য এদিন পেইরে শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন না। গোঁড়ালি জড়ানো ছিল ভারি ব্যান্ডেজে। ফেদেরার আরও বলেন, আমি গত বছর হাঁটুর ইনজুরিতে পড়ে এখানে খেলতে পারিনি।
×