ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ লাহোরে পিএসএল ফাইনাল

অধীর আফ্রিদি, বিপাকে পিসিবি

প্রকাশিত: ০৫:৩৫, ১ মার্চ ২০১৭

অধীর আফ্রিদি, বিপাকে পিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী পাকিস্তান ক্রিকেট লীগের (পিএসএল) ফাইনালের ভেন্যু লাহোর (৫ মার্চ, ২০১৭)। যেটি নিয়ে বড় রকমের জটিলতা তৈরি হয়েছে। ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারাসহ ভিনদেশী তারকারা কিছুতেই ‘মৃত্যুকূপ’ পাকিস্তানে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। গ্রেট ইমরান খানও ফাইনালের জন্য লাহোরকে বেছে নেয়ায় দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর সমালোচনা করেছেন। তবে জন্মভূমিতে ক্রিকেটের জন্য অধীর হয়ে আছেন শহীদ আফ্রিদি। সেরা চারের লাইনআপ চূড়ান্ত। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ‘কোয়ালিফাইং’ এ শহীদ আফ্রিদির পেশোয়ার জালমি। ঘরের মাঠে দর্শকের সামনে খেলতে মুখিয়ে আফ্রিদি, ‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্তটি অসাধারণ এবং আমি সত্যিই এটির দিকে তাকিয়ে আছি।’ বলেন তিনি। তার আগে প্লে অফে জিতে ফাইনালে পা রাখার কথা বলেছিলেন তুখোড় এই অলরাউন্ডার। ক’দিন আগেই যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন। শেষ পর্যন্ত ফাইনাল জিতলে পেশোয়ারে গিয়ে জয় উদযাপন নিয়ে দলটির মালিক জাভেদ আফ্রিদি জানান, ‘ফাইনালে জিততে পারলে পেশোয়ার জালমি পেশোয়ারে যাবে এবং আর্মি পাবলিক স্কুলের বাচ্চাদের সঙ্গে জয় উদযাপন করবে।’ এক সপ্তাহের যাচাই-বাছাইয়ের পর সোমবার পাঞ্জাব সরকার জানায়, ফাইনাল লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। পিএসএল কমিটির চেয়ারম্যান নাজাম শেঠী বলেছেন, প্রয়োজনে বিদেশীদের ছাড়া কেবল পাকিস্তানীদের নিয়ে লাহোরেই ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে নতুন সমস্যা, পিএসএলের সম্প্রচারের দায়িত্বে থাকা যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানও পাকিস্তানে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। দুবাইভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান অবশ্য আগ্রহী। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর ক্রিকেটের বড় কোন দেশ আর পাকিস্তান সফর করেনি।
×