ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

প্রকাশিত: ০৫:৩২, ১ মার্চ ২০১৭

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলের নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ। গলে ৭ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোয় ১৫ মার্চ শুরু হবে দ্বিতীয় টেস্ট। এ দুই টেস্টের দলে যে নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জলো ম্যাথুস থাকছেন না, তাই আগে জানা হয়ে গেছে। হেরাথও যে নেতৃত্ব দিতে চলেছেন তাও জানা। সে রকমটিই হলো। মঙ্গলবার দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সাত ব্যাটসম্যান, চার ফাস্ট বোলার ও চার স্পিনার নেয়া হয়েছে। বামহাতি স্পিনার মালিন্ডা পুষ্পকুমারা নতুন যোগ হয়েছেন। তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ডাম্বুলায় আনঅফিশিয়াল টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন। দুই ইনিংস মিলিয়ে (৮ ও ৫) ১৩ উইকেট তুলে নিয়েছেন। তাতে দলও জিতে। এ স্পিনারকে দিয়েই বাংলাদেশকে ডুবাতে চায় শ্রীলঙ্কা। দলে দিনেশ চান্দিমালও ফিরেছেন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে তিনজন অধিনায়ক হওয়ার দাবিদার ছিলেন। হেরাথ, থারাঙ্গা ও চান্দিমাল। পরে ধারণা করা হয়েছিল দিনেশ চান্দিমাল অথবা উপল থারাঙ্গাকে নেতৃত্ব দেয়া হতে পারে। কিন্তু নেতৃত্ব দেয়া হলো হেরাথকে। গত বছর জিম্বাবুইয়ে সফরে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন হেরাথ। সাফল্যও মিলেছে। ২-০ তে সিরিজ জিতে শ্রীলঙ্কা। সেবার দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাই তার ওপরই ভরসা রেখেছে বোর্ড। নেতৃত্ব দেয়ার সঙ্গে নৈপুণ্যও যে দেখান হেরাথ। এবারও তার কাছ থেকে একইরকম নৈপুণ্য আশা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ দল কী এবার আর ছেড়ে কথা বলবে। লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ছিল। বৃষ্টির বাধা পড়েছে। বৃহস্পতিবার থেকে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একাদশ। সেখানে শ্রীলঙ্কা টেস্ট দলের ক্রিকেটাররাই খেলতে পারেন। এরপর আগামী ৭ মার্চ গলে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নামবে দু’দল। ১৫ মার্চ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা টেস্ট দল ॥ রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ কারুনারতœ, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারতেœ, দিনেশ চান্দিমাল, সুরঙ্গ লাকমাল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয়া বানদারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সানদাকান ও মালিন্দা পুষ্পকুমারা।
×