ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলি- ক্যাপ্টেন অব দ্য ইয়ার

প্রকাশিত: ০৫:৩১, ১ মার্চ ২০১৭

কোহলি- ক্যাপ্টেন অব দ্য ইয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো গত সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৬ সালের পারফর্মেন্সের বিচারে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা (চূড়ান্ত) করে। যেখানে দুটি ভিন্ন ক্যাটাগারিতে আছেন বাংলাদেশের দুই তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ (সেরা অভিষিক্ত, ইংল্যান্ড সিরিজে ১৯ উইকেট) ও মুস্তাফিজুর রহমান (টি২০তে ম্যাচে সেরা বোলিং, বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে)। এবার সেরা অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান হিরো বিরাট কোহলিকে ‘ক্যাপ্টেন অব দ্য ইয়ার’ মনোনীত করা হলো। ২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরে হঠাৎই মহেন্দ্র সিং ধোনি টেস্ট ছাড়লে সাদা পোশাকের অধিনায়ক হন কোহলি। সেই থেকে উড়ছে ভারত। টানা ১৯ জয়ের পর সম্প্রতি পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারে র‌্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’রা। গ্রেট শচীন টেন্ডুলকর বলেছেন, এক হারে উনিশ জয়ের কীর্ত ম্লান হয়ে যেতে পারে না। কোহলির নেতৃত্বে ঘরে বাইরে মিলিয়ে টানা ছয় সিরিজ জিতেছে ভারত। পুরস্কারের জন্য বিবেচিত সময়, অর্থাৎ ২০১৬ সালে কোহলির নেতৃত্বে ১২ টেস্টের ৯টিতেই জিতেছে ভারত। ড্র ৩ ম্যাচে। একটিও হারেনি। শুধু তাই নয়, ওই বছর ব্যাট হাতেও দারুণ আলো ছড়িয়েছেন। টেস্টে তার রানের গড় ৬২.৪৬, ওয়ানডেতে ৯২.৩৭ এবং টি২০ ক্রিকেটে ১০৬.৮৩। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস বর্ষসেরা ব্যাটসম্যান মনোনীত হন। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ১৯৮ বলে ২৫৮ রানের ঝকঝকে ইনিংসটিই স্টোকসকে এই পুরস্কার এনে দেয়। স্টোকসের ইংলিশ সতীর্থ স্টুয়ার্ট ব্রড তৃতীয় টেস্টে মাত্র ১৭ রানে ৬ উইকেট দখল করে ইংল্যান্ডকে সিরিজ জয়ে সহযোগিতায় করেন। আর তার ফলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টেস্ট বোলার হিসেবে স্বীকৃতি পান। ক্রিকইনফো’র এই পুরস্কারগুলোর জন্য মনোনীতরা নিরপেক্ষ জুড়ি সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। এই জুড়ি বোর্ডে সাবেক তারকা ক্রিকেটার ছাড়াও ইএসপিএন ক্রিকইনফোর সিনিয়র এডিটর, লেখক, আঞ্চলিক প্রতিনিধিরা রয়েছেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে ইয়ান চ্যাপেল, মাহেলা জয়াবর্ধানে, রমিজ রাজা, ইশা গুহ, সামিত বাল, কোর্টনি ওয়ালস, মার্ক বুচার, সাইমন টাফেল অন্যতম। সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়া বিপক্ষে কুইনটন ডি ককের ১৭৮ রানের ইনিংসটি তাকে বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যানের খেতাব এনে দেয়। কোন দক্ষিণ আফ্রিকান হিসেবে ডি ককের এই ইনিংসটি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। রহস্য স্পিনার সুনিল নারাইন বর্ষসেরা ওয়ানডে বোলারের পুরস্কার জেতেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গায়ানয় ত্রিদেশীয় সিরিজে ২৭ রানে ৬ উইকেট প্রাপ্তি তাকে এই পুরস্কার এনে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় টি২০ বিশ্বকাপের ফাইনালে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে বর্ষসেরা টি২০ ব্যাটসম্যান কার্লোস ব্রেথওয়েট।
×