ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিমিদের প্রস্তুতি শেষ পর্যায়ে

প্রকাশিত: ০৫:২৭, ১ মার্চ ২০১৭

জিমিদের প্রস্তুতি শেষ পর্যায়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৪ মার্চ থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ‘ওয়ার্ল্ড হকি লীগে’র দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। এতে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে আট দল। অংশগ্রহণকারী দলগুলোর আবাসন, নিরাপত্তা এবং স্টেডিয়াম ব্যবস্থাপনাসহ সবকিছুই প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, মাঠের (টার্ফ) প্রস্তুতি ভাল। ইতোমধ্যে মাঠ পরিষ্কার করা হয়ে গেছে। পাম্পের সমস্যার সমাধান করা হয়েছে। ক্রীড়া পরিষদ বাহফেকে একটা পাম্প কিনে দিয়েছে। গোলপোস্ট দুটির একটি সেট তৈরি হয়েছে। আরেকটার কিছু কাজ বাকি আছে যা দু’একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ইলেকট্রনিক্স স্কোরবোর্ডের কাজও প্রায় শেষের দিকে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে খেলতে আসছে না কানাডা। এ প্রসঙ্গে বাহফের সহ-সভাপতি জানান, ‘দলগুলো এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাঠে আসা-যাওয়া থেকে শুরু করে তাদের দেশে ফিরে যাওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা নিচ্ছি।’ আন্তর্জাতিক হকি ফেডারেশন নির্দেশনা দিয়েছিল ম্যাচগুলো দিবারাত্রিতে করার। কিন্তু এখন পর্যন্ত ফ্লাডলাইটের সমস্যার সমাধান করতে পারেনি বাহফে। সেপ্টেম্বরে স্থাপন করা হবে ফ্লাডলাইট এমন প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছ থেকে এবার ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড টু’র আয়োজক হবার অনুমতি পেয়েছে বাহফে। তবে এবার আর ফ্রি খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। কেননা আন্তর্জাতিক হকি ফেডারেশনের বাধ্যবাধকতায় দর্শকদের জন্য টিকেটের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা করে।
×