ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় পক্ষাঘাতগ্রস্ত শিক্ষার্থীকে বেধড়ক মারধর

প্রকাশিত: ০৪:৫৭, ১ মার্চ ২০১৭

পেকুয়ায় পক্ষাঘাতগ্রস্ত শিক্ষার্থীকে বেধড়ক মারধর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ব্যক্তিগত আক্রোষে পেকুয়ায় আসফি রাহাত তামিম নামে এক পক্ষাঘাতগ্রস্ত শিক্ষার্থীকে বেদড়ক মারধর করেছে স্কুলশিক্ষক কফিল উদ্দিন। স্কুলে শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে সোমবার দুপুরে তুচ্ছ অজুহাতে ওই শিক্ষার্থীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় শিক্ষক। শিক্ষার্থীর বাবা মঙ্গলবার পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করেছেন। সে পেকুয়া মডেল জিএমসি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও পেকুয়া সদর মিয়াপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে। শিক্ষার্থী আসফি রাহাত তামিম বলেন, সহপাঠীর সঙ্গে কথা বলার অজুহাতে আমাকে তিনটি আলাদা বেত দিয়ে মারধর করে শিক্ষক কফিল উদ্দিন। এছাড়াও আমার পক্ষাঘাতগ্রস্ত পায়ে জুতা পরতে না পারার অজুহাতেও তিনি আমার মাথায় চড়-থাপ্পড় মারেন। এ সময় আমি অজ্ঞান হয়ে পড়ি এবং সন্ধ্যায় জ্ঞান ফেরে। তার সহপাঠীরা জানায়, কোন কারণ ছাড়াই ব্যক্তিগত ক্রোধের বশীভূত হয়ে কফিল স্যার তামিমকে মারধর করেছে। আমরা স্যারকে অনেক অনুরোধ করেছি তাকে না মারার জন্য। কিন্তু তিনি তা না শুনেই তামিমকে বেত্রাঘাত ও চড়-থাপ্পড় মারতে থাকেন। আমরা বারবার চিৎকার করে বলেছি, সে অসুস্থ, তাকে মারবেন না। প্রয়োজনে আমাদের মারুন।
×