ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৫, ১ মার্চ ২০১৭

  টুকরো খবর

৫ শিবির ক্যাডার গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার সকালে বগুড়া সদরের চাঁদপুর নিমের পাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে নাশকতার পরিকল্পনার সময় পুলিশ ৫ শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে লাঠি ও জিহাদে উদ্বুদ্ধকরণ বই পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান, আতিকুর রহমান, শফিকুল ইসলাম, নুর আলম ও আহসানুল কবির। বগুড়া সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চাঁদপুর এবতেদায়ি মাদ্রাসায় সমবেত হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। সেখানে জিহাদী উদ্বুদ্ধকরণ বই ছাড়াও লিফলেট, কিছু মশাল ও লাঠি পাওয়া যায়। ২০ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলার ২০ ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মাদক, জঙ্গী ও সন্ত্রাসবিরোধী বিশাল সমাবেশ থেকে খুলনা রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান এ ঘোষণা দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনির-উজ-জামান বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে পুলিশ। এ লক্ষ্যে বাগেরহাট জেলায় ১০০ দিনের একটি কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পেশাজীবী, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রচারাভিযান ও অপারেশনম?ূলক কার্যক্রম পরিচালনা করে মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে কাজ করছে পুলিশ বাহিনী। প্রথম পর্যায়ে আমরা বাগেরহাট জেলার ২০ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেছি। পর্যায়ক্রমে পুরো বাগেরহাট জেলাকে মাদকমুক্ত করা হবে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেনÑ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, হাবিবুর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশিং কমিটির সভাপতি মোজাফ্ফার হোসেন প্রমুখ। নিষিদ্ধ জঙ্গী সংগঠনের দুই সদস্য আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র‌্যাব রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলোÑ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ ম-ল ও বুলবুল রহমান ওরফে বাবু। এদের মধ্যে মাসুদ ম-লের বাড়ি মাগুরা ও বাবুর বাড়ি সাতক্ষীরা জেলায়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। জিহাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন স্থানে সাংগঠনিক প্রশিক্ষণও নিয়েছে। এদের অস্ত্র চালনার প্রশিক্ষণও আছে। ভুয়া মাজার উচ্ছেদের দাবি নিজস্ব^ সংবাদদাতা, মৌলভীবাজার ২৮ ফেব্রুয়ারি ॥ শ্রীমঙ্গলের লালবাগে কথিত ৭ পীরের মাজার নুরে দরবারিয়া শরীফ উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল-ঢাকা সড়কের সুরমাভ্যালী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষ সম্মিলিত কয়েকশ স্থানীয় মানুষ অংশ নিয়ে এর প্রতিবাদ জানায়। প্রতিবাদ সভায় বক্তারা ভ- পীর মোতাহির এবং এ চক্রকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, কথতি ভ- পীর মোতাহির সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ৭ পীরের ভুয়া মাজারের ভ- পীর মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। উল্লেখ্য, কয়েক বছর আগে স্বপ্নপ্রাপ্ত হয়ে লালবাগ এলাকার মোতাহির ৭টি কবর তৈরি করে এটিকে ৭ পীরের মাজার হিসেবে এলাকায় প্রচার করে আসছে। দুই মাস মাছ ধরা নিষিদ্ধ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ এপ্রিল ॥ জাটকা ইলিশ সংরক্ষণের কর্মসূচী হিসেবে আগামী দুই মাস (১ মার্চ থেকে ৩০ এপ্রিল) চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য মন্ত্রণালয় ও অধিদফতরের নির্দেশে ইলিশসহ অন্যান্য মা মাছ রক্ষায় নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন জারি করা হয়। জানা যায়, চাঁদপুরের ৪ উপজেলা মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ৪২ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছে। এসব জেলেদের সচেতন করার লক্ষ্যে ইতোপূর্বে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রত্যেক ইউনিয়নে সভা করা হয়েছে। জেলেরা জাটকা নিধন করবে না মর্মে প্রশাসনের সঙ্গে অঙ্গীকার করেছেন। সিরাজদিখানে ব্যবসায়ী নিখোঁজ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে মামুন হোসেন (৩২) নামে এক স্টিল ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে মামুনের ভাগ্নে মোঃ জাকির হোসেন গত রবিবার সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের স্ত্রী নূপুর আক্তার বলেন, দশ দিন ধরে আমি আমার বাবার বাড়ি শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়র্কীত্তন গ্রামে আছি। আমার ১ মেয়ে ৪ বছর নয় মাস বয়সী আসিয়া হাসিন ঐশি ও ১৮ দিন বয়সের ছেলে মাহমুদ হাসান আরিফকে নিয়ে খুব চিন্তায় আছি। আমাদের সঙ্গে কারও কোন ঝগড়া ও শত্রুতা নেই। গত বৃহস্পতিবার রাতে সংসারের বিষয়ে মামুনের সঙ্গে আমার শেষ কথা হয়। এ সময় কারও সঙ্গে কিছু হয়েছে কি না কিছুই বলেনি। তিন ইটভাঁটির জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাঁটিতে অভিযান চালিয়েছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া নসিব এবং বাসাইল ইউনিয়নর মামুন ও হামিদ ব্রিকফিল্ড নামে তিনটি ইটভাঁটির মালিকের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক সজিব কুমার ঘোষসহ সিরাজদিখান থানা পুলিশ ও জেলা রিজার্ভ পুলিশের একটি দল। কলেজ শিক্ষকের সাত বছর কারাদ- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রতারণার অভিযোগে দায়ের করা ভাইয়ের মামলায় রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে সাত বছরের জেল দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে রাজশাহী যুগ্ম মহানগর জর্জ (১) আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন। চেক জালিয়াতির অভিযোগ এনে তার ভাই ওবায়দুল মুক্তাদির এ মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীতে তিন দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের একটি বাজারে অগ্নিকা-ে ৩টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। সোমবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। জানা যায়, উপজেলার খানপুর বাঘ বাজারের আফসার আলীর কীটনাশক, মনিরুল ইসলামের টিভি, ফ্রিজ, বিদ্যুতিক সরঞ্জাম এবং বেলাল হোসেনের হার্ডওয়ার সামগ্রীর দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরেন তারা। এরপর রাত ১২টার দিকে স্থানীয়রা ওই দোকানে পোড়া গন্ধ ও ধোঁয়া দেখতে পেয়ে দোকানের তালা ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই ৩টি দোকানের মালামাল ভস্মীভূত হয়ে যায়। দোকান মালিকরা দাবি করেন এ ঘটনায় তাদের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফটিকছড়ি নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার ভূজপুর থানাধীন পশ্চিম ভূজপুর গ্রামের এ্যাডভোকেট সাধনময় ভট্টচার্যের বাড়িতে সোমবার গভীর রাতে এক অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ অগ্নিকা-ে মিনাল আচার্য, বাবলু আচার্য, চিত্তরঞ্জন আচার্য, সুভাষ আচার্য, বিনাপালি আচার্যের বসতঘরসহ ১১টি ঘর সম্পূর্ণ এবং আংশিক ভস্মীভূত হয়। খবর পেয়ে ফটিকছড়ি থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা। মীরসরাই সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘী বাজারে অগ্নিকা-ে ৩টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। মঙ্গলবার রাত ২টার সময় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে এ্যাপোলো ফার্মেসি, সামসুদ্দীন ইলেক্ট্রনিক্স দোকান, মুন্নি হেয়ার ড্রেসার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানি ফজলুল করিম, সামসুদ্দীন ও রাখাল শর্মা বলেন, প্রতিদিনের ন্যায় দোকানঘর বন্ধ করে আমরা বাড়িতে চলে যায়। রাত ২টার সময় খবর আসে দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেলকুচি সংবাদদাতা বেলকুচি, সিরাজগঞ্জ থেকে জানান, সোমবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নের রানীপুরা চরে কৃষক আশরাফ আলীর বাড়িতে অগ্নিকা-ে তিন ঘরে থাকা এক গরু ও তিন ছাগল পুড়ে ছাই হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান।
×