ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই নারীর ছবি ইন্টারনেটে দিয়ে উত্ত্যক্ত

প্রকাশিত: ০৪:৫৩, ১ মার্চ ২০১৭

দুই নারীর ছবি ইন্টারনেটে দিয়ে উত্ত্যক্ত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দুই নারীর ছবি ইন্টারনেটে ছেড়ে নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মঙ্গলবার দুটি মামলা করা হয়েছে। একটি ঘটনায় জুবায়ের হোসেন মারুফ নামে এক যুবককে আটক করা হয়েছে। সে শহরের মোল্লাপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। যশোর শহরের চোপদারপাড়া এলাকার মশিয়ার রহমানের দায়ের করা মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের ডাবলু হোসেন, তার স্ত্রী রতœা বেগম, ছেলে ইয়াছির আরাফাত, একই গ্রামের মৃত মাহবুবুর রহমান ওরফে বাদশা মিয়ার ছেলে মোস্তাক আহমেদ এবং আসাদুজ্জামান চেরাগের ছেলে মোজাহিদুল ইসলাম। ইয়াছির আরাফাত ওই ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মেসেজ তার মেয়ের মোবাইল ফোনে পাঠিয়ে উত্ত্যক্ত করে। নিষেধ করার জন্য মশিয়ার রহমান তার স্ত্রীকে সাথে নিয়ে ইয়াছির আরাফাতের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের কাছে যান। কিন্তু তারা নিষেধ শোনেনি। অপর একটি মামলায় শহরের মোল্লাপাড়ার বেলায়েত হোসেন এজাহারে উল্লেখ করেছেন, গত ১৩ জানুয়ারি তার ভাইঝির বিয়ে হয়। বিয়ের পর মেয়ে জামাই ঢাকায় বসবাস করে আসছেন। গত ১০ ফেব্রুয়ারি তার ভাইঝির মোবাইল ফোনে একটি মেসেজ আসে। তার ভাইঝির ফেসবুক থেকে ছবি দিয়ে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে বলা হয়, দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে আরও আপত্তিকর ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে।
×