ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে পাহাড় কেটে মাটি বিক্রি ॥ প্রশাসন নীরব

প্রকাশিত: ০৪:৫১, ১ মার্চ ২০১৭

জামালপুরে পাহাড় কেটে মাটি বিক্রি ॥ প্রশাসন নীরব

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ ফেব্রুয়ারি ॥ বকসীগঞ্জ উপজেলার সীমান্ত অঞ্চল বালিঝুরি বাজার এলাকায় শুরু হয়েছে পাহাড় কাটার হিড়িক। পাহাড় কেটে মাটি বিক্রি করছে হাজী আলতাফ হোসেনের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা। ওরা পাহাড় কাটছে ফ্রিস্টাইলে। তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না এলাকাবাসী। দিনেদুপুরে পাহাড় ধ্বংসের ঘটনা ঘটলেও বন বিভাগ ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ। সরজমিনে দেখা যায়, বালিঝুড়ি বাজার সংলগ্ন একটি উঁচু টিলা থেকে মাটি কাটছে হাজী আলতাফ হোসেনের লোকজন। পরে তা ট্রাকে করে নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কে ফেলা হচ্ছে। ট্রাকপ্রতি ৫শ’ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান মোক্তার, আমিনুল, হুমায়ুন ও সাইফুলসহ স্থানীয়রা। এ ব্যাপারে হাজী আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আমার রেকর্ডকৃত দখলীয় জমি থেকে মাটি কেটেছি এতে কারও কোন সমস্যা হওয়া কথা নয়। বালিঝুড়ি রেঞ্জের বন বিভাগের বিট কর্মকর্তা রুহুল আমিন জানান, মাটি কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটা বন্ধ করা হয়েছে এবং সরকারী সম্পত্তি নষ্ট করার দায়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই মাটি কাটা নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে সহকারী ভূমি কমিশনার সাদেকুর রহমান বলেন, পাহাড় প্রাকৃতিক সম্পদ এর মালিক সরকার। ব্যক্তি মালিকানা হলেও পাহাড় ধ্বংসেরও এখতিয়ার কারও নেই। এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, পাহাড় কাটা পুরোপুরি বেআইনী। এসিল্যান্ডকে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
×