ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনাপোল-যশোর-খুলনা ট্রেন চলবে সকাল-বিকেল

প্রকাশিত: ০৪:৫০, ১ মার্চ ২০১৭

বেনাপোল-যশোর-খুলনা ট্রেন চলবে সকাল-বিকেল

সাজেদ রহমান, যশোর অফিস ॥ যশোর থেকে খুলনা যাওয়ার জন্য সকাল ১০টায় পাওয়া যাবে কমিউটার ট্রেন সার্ভিস। আজ বুধবার থেকে এ সার্ভিস চালু হবে। এর ফলে যশোরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করল বাংলাদেশ রেলওয়ে। মাত্র ৩০ টাকা ভাড়া পরিশোধ করে কমিউটার ট্রেনে চেপে যশোর থেকে খুলনায় পৌঁছানো যাবে। স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা-যশোর ভায়া বেনাপোল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল ১৯৭৪ সালে বন্ধ হয়ে যায়। ১৯৯১ সালে বিএনপি-জামায়াতের ৪ দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন রুটটির অস্তিত্ব বিলীন করে দেয়ার পরিকল্পনা হয়। টেন্ডার আহ্বান ও ঠিকাদার নিয়োগ করা হয় ট্রেন লাইন তুলে ফেলার। যশোরবাসীর আন্দোলনের তোপে ওই সিদ্ধান্ত থেকে পিছু হটে তৎকালীন সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার আসার পর খুলনা-বেনাপোল রুটে ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়। সংস্কারের মাধ্যমে উপযুক্ত করা হয় ঝিকরগাছা, নাভারণ ও বেনাপোল স্টেশন। এরপর চালু হয় খুলনা ভায়া যশোর-বেনাপোল রুটে কমিউটার ট্রেন। ২০০১ সালে প্রথম দফায় এ রুটে আন্তর্জাতিক ট্রেন সার্ভিস চালু হয়। বাংলাদেশের তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও ভারতের তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে যৌথভাবে পণ্য পরিবহন রেলপথ উদ্বোধন করেন। এরপর মানুষের চাহিদার প্রেক্ষিতে খুলনা থেকে ছেড়ে আসা ৯৫-৯৬ আপ-ডাউন’ ‘কমিউটার’ ট্রেনটি ২০১৫ সালের ২১ অক্টোবর থেকে যশোর থেকে বেনাপোল পর্যন্ত দু’বার যাতায়াতের ব্যবস্থা চালু করা হয়। নতুন সময়ানুযায়ী খুলনা স্টেশন থেকে ৫৩ আপ নামে কমিউটার ট্রেনটি সকাল ৬টায় ছাড়বে। যশোর পৌঁছাবে সকাল ৭টা ১০ মিনিটে। যশোর থেকে যাত্রী নিয়ে এটি বেনাপোল পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। ৩০ মিনিটের বিরতি দিয়ে ৯৬ ডাউন নামে সকাল ৯টায় ট্রেনটি বেনাপোল থেকে রওনা হয়ে যশোর পৌঁছাবে সকাল ১০টায়। যাত্রী ওঠা-নামার জন্যে ৫ মিনিটের বিরতির পর ট্রেনটি রওনা হয়ে খুলনা পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে। এরপর ৯৫ আপ নামে ট্রেনটি দুপুর ১২টা ১০ মিনিটে খুলনা থেকে রওনা হয়ে যশোর পৌঁছাবে ১টা ৪০ মিনিটে। বেনাপোল গিয়ে থামবে ২টা ৩০ মিনিটে। ৫৪ ডাউন নামে ট্রেনটি বেনাপোল থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যশোর আসবে ৪টা ৪০ মিনিটে। ৫ মিনিটের বিরতির পর ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
×