ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য কেন্দ্রে ৩৮ হাজার বই দিল বিকাশ

প্রকাশিত: ০৪:০০, ১ মার্চ ২০১৭

বিশ্বসাহিত্য কেন্দ্রে ৩৮ হাজার বই দিল বিকাশ

স্কুল ও কলেজ ছাত্রদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচী ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এ সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৮,০০০ বই প্রদান করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। বিকাশের চীফ এক্সটারনাল এ্যান্ড কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অব) বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে সোমবার বইগুলো তুলে দেন। উল্লেখ্য, স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচী ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। বিগত তিন বছরে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রর বইপড়া কর্মসূচীতে প্রায় এক লাখ বই প্রদান করেছে। দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৮ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। -বিজ্ঞপ্তি তাঁতীবাজারের জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরে স্বর্ণের বিগ্রহ প্রতিষ্ঠা আজ তাঁতীবাজারে শ্রীশ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরে জগন্নাথ দেবের নবনির্মিত স্বর্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে আজ। এ উপলক্ষে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার, স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেসানন্দ মহারাজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্দির কমিটির সভাপতি শ্রী বাবুল দাস। -বিজ্ঞপ্তি সৌন্দর্য প্রতিযোগিতা বটে! জার্মানিতে গরুর সৌন্দর্য প্রতিযোগিতা চলছে। এবার এই প্রতিযোগিতার ৪৪তম আসরে দেশটির নানা প্রান্ত থেকে গরু আনা হয়েছে। দুই শ’ গরু এই প্রতিযোগিতার ১৮টি বিভাগে লড়বে। এখানে একটি দুধেল গাইকে ছবির জন্য পোজ দিতে দেখা যাচ্ছে।-এএফপি মুখে হাসি সিরিয়ার সীমান্ত শহর আল বাব। শহরটি দীর্ঘদিন আইএস জঙ্গীদের কব্জায় ছিল। সম্প্রতি তুরস্ক সমর্থিত বাহিনী এই শহর থেকে আইএস জঙ্গীদের হটিয়ে দেয়। দীর্ঘ দিন পর নিজ বাড়িতে হাসি মুখে ফেরে এই শিশু। -এএফপি
×