ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি ॥ শেষ মুহূর্তের বিশেষ আলোচনা-হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৩:৩১, ১ মার্চ ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি ॥ শেষ মুহূর্তের বিশেষ আলোচনা-হিসাববিজ্ঞান

প্রভাষক হিসাববিজ্ঞান হলিফ্লাওয়ার মডেল কলেজ ঝিগাতলা, ঢাকা। ইমেইল- ৎরসড়হ০১@ুসধরষ.পড়স মোবাইল : ০১৬৮০৫৫১৬৫৪ মডেল প্রশ্ন সময় ২.২০ ঘন্টা (৭ দ্ধ ১০ = ৭০) ক বিভাগ ২ হতে দুইটি ও খ বিভাগ হতে কমপক্ষে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। ‘ক বিভাগ’ ১. মি আলভী এন্ড কোং একজন পাইকারি ব্যবসায়ী। ৩১ শে ডিসেম্বর ২০১৫ সালের তার প্রতিষ্ঠানের রেওয়ামিলটি নিন্মরূপ : সমন্বয় সমূহ : ১) সমাপনী মজুদ পন্য ১০,০০০ টাকা। ২) ক্যশ বাক্স হতে ৫০০ টাকার ২ টি নোট হারিয়ে গেছে। ৩) অলিখিত ক্রয় ও বিক্রয় ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা। ৪) স্থায়ী সম্পত্তির উপর ৫% অবচয় ধরতে হবে। করনীয় : ক) বিনিয়োগের সুদ নির্নয় কর। ২ খ) সমাপ্ত বছরের মোট মুনাফা নির্নয় কর। ৪ গ) সমাপ্ত বছরের নীট মুনাফা /ক্ষতি নির্ণয় কর। ৪ ২. সুজন এন্ড কোং এর ২০১৩ ইং সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল টি নিন্মরূপ: সমন্বয় সমূহ : ১) সমাপনী মজুদ পন্য ১৫,০০০ টাকা, ২) বিজ্ঞাপন ২ বছরোর জন্য প্রযোজ্য। ৩) কু- ঋণ ১০০০ টাকা,অবশিষ্ট দেনাদারের উপর ৫% কু- ঋণ সঞ্চিতি ধরতে হবে। ৪) সুমাম ৫ বছরের জন্য প্রদত্ত হয়েছে। ক) কু- ঋণ সঞ্চিতি পরিমান বের কর। ২ খ) মোট লাভ ৭৮,০০০ টাকা ধরে নীট লাভ বের কর। ৪ গ) সমাপ্ত বছরের প্রতিষ্ঠানটির অর্থিক অবস্থা বিবরনী প্রস্তুত কর। ৪ ‘খ বিভাগ‘ ৩. কাশশাফ চৌধুরীর ব্যবসায় পতিষ্ঠানে ১৫ মার্চ ২০১১ ইং তারিখে সংঘটিত ঘটনাসমূহ নিম্নরূপ: ১. হাসানকে নগদ দেয়া হল ১৫,০০০.০০ টাকা। ২. পণ্য ক্রয় ২০,০০০.০০ টাকা। ৩. ধারে পণ্য বিক্রয় ৩০,০০০.০০ টাকা। ৪. একটি টেবিল ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হল ৫,০০০.০০ টাকা। ৫. সুদ পাওয়া গেল ৫০০.০০ টাকা। ৬. ৫০০০.০০ টাকা বেতনে রহিমকে কর্মচারী নিয়োগ করা হল। ক) জনাব কাশশাফ চৌধুরীর কোন ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমান নির্ণয় কর? ২ খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে লেনদেনসমূহ কারণসহ ছকে উপস্থাপন কর। ৪ গ) জনাব কাশশাফ চৌধুরী লেনদেনসমূহের জন্য প্রমান কর যে অ=খ+ঊ। ৪ ৪. তানবীর এন্টারপ্রাইজ ২০১১ সালের ১ জানুয়ারি নগদ ২,৫০,০০০.০০ টাকা এবং ২৫,০০০.০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে ব্যবসায়ে সংঘটিত কয়েকটি ঘটনা নিম্নরূপ : ২০১১ ইং জানু – ১০: পণ্য ক্রয় ২০,০০০.০০ টাকা। জানু – ২০: পণ্য বিক্রয় ৩০,০০০.০০ টাকা। জানু-১৫ : ব্যাংক হতে ঋণ গ্রহন করা হলো ৫০,০০০ টাকা। জানু-১৮: নগদে আসবাবপত্র ক্রয় ৩৫০০০ টাকা। জানু – ৩০: মালিক তার ব্যক্তিগত প্রাইজবন্ড বিক্রি করে ৭৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। ক) তানবীর এন্টারপ্রাইজের ১০ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট ভাউচার তৈরি কর। ২ খ) উপরোক্ত লেনদেনগুলো তানবীর এন্টারপ্রাইজের জাবেদা বইতে লিপিবদ্ধ কর। ৪ গ) চলমান জের ছকে তানবীর এন্টারপ্রাইজের ক্রয় হিসাব ও নগদান হিসাব প্রস্তুত কর। ৪ ৫. সজীব ব্রাদার্সের ব্যবসায়ে জানুয়ারি ২০১৪ইং মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়। জানু : ১ নগদ ৮০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকার ব্যাংক তহবিল নিয়ে ব্যবসায় শুরু করেন। ,, ৪ নগদে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। ,, ৫ পণ্য বিক্রয় ৭০,০০০ টাকা যার ৪০% চেকে। ,, ১১ চেকে কর্মচারীর বেতন প্রদান ৪,৫০০ টাকা। ,, ১৩ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা। ,, ১৬ মাসুমের নিকট নগদে বিক্রয় ৪,৫০০ টাকা। ,, ২৫ আদিবের নিকট হতে ৫,০০০ টাকা পাওয়া গেল। ,, ২৭ ব্যাংকে জমা দেয়া হলো ৫,০০০ টাকা। ,, ২৯ প্রান্ত কে প্রদান চেক মারফত ৩,০০০ টাকা। করণীয় ক. সজীব ব্রাদার্সের কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় কর। ২ খ. উপর্যুক্ত লেনদেনগুলো সজীব ব্রাদার্সের নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ কর। ৪ গ. উপর্যুক্ত লেনদেন দ্বারা সজীব ব্রাদার্সের একটি উপযুক্ত নগদান বই তৈরি কর। ৪ ৬. জনাব শিমুল তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষন করেননা। ১ লা জানুয়ারী ২০১৬ ইং তারিখের সম্পদ ও দায় সমূহের পরিমান যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। উক্ত বছরে জনাব শিমুল আরো ৫০,০০০ টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন। ৩১ শে ডিসেম্বর ২০১৬ ইং তারিখে তার ব্যবসায়ে নিন্মোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল : নগদ ৫০,০০০০ টাকা, আসাববপত্র ৪০,০০০ টাকা, দেনাদার ৩০,০০০ টাকা, মজুদ পন্য ৭০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২০,০০০ টাকা।পাওনাদার ২৫,০০০ টাকা। ক) জনাব শিমুলের প্রারম্ভিক মূলধনের পরিমান নির্ণয় কর? ২ খ) জনাব শিমুলের সমাপনী মূলধনের পরিমান নির্ণয় কর? ৪ গ) ক) জনাব শিমুলের বছর শেষে লাভ বা ক্ষতির পরিমান নির্ণয় কর? ৪ ৭. সাবাব এন্ড কোং এর ২০১৬সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরার খতিয়ানের জের সমূহ নিন্মরূপ হাতে নগদ (১.১.১৬) ১৪,০০০ টাকা। হাতে নগদ (সমাপনী) ২০,০০০ টাকা। ব্যাংক চলতি হিসাব ১৫০০০ টাকা। আসবাবপত্র ৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পন্য ১০,০০০ টাকা। ক্রয় ১০০,০০০ টাকা। প্রাপ্য হিসাব ১০,০০০ টাকা। বিনিয়োগ ২০,০০০ টাকা।বিক্রয় ২,৫২০০০ টাকা। প্রদেয় হিসাব ১২,০০০ টাকা। মোটর গাড়ি ৭০,০০০ টাকা। বিবিধ খরচ ৫০০০ টাকা। ঋণ ৩০,০০০ টাকা। ত্রান তহবিল ১৮,০০০ টাকা। পন্য বিতরণ ২০০০ টাকা। মেশিন ১০,০০০ টাকা। দেনাদার ১৫,০০০ টাকা। বেতন ১০,০০০ টাকা। সমাপনী মজুদ পন্য ১২,০০০ টাকা। ক) মোট স্থায়ী সম্পত্তির পরিমান নির্নয় কর । ২ খ) মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যায়ের পার্থক্য নির্নয় কর । ৪ গ) সমাপ্ত বছরের রেওয়ামিল টি তৈরি কর। ৪ ৮. নঈম অ্যান্ড কোং ৩০/০৬/২০১৪ তারিখে সমাপ্ত বছরে মোট ২,০০,০০০ ইট প্রস্তুত করে। ইট প্রস্তুতের খরচগুলো নি¤œরূপ : ক) ইট প্রস্তুতের মোট পরিচালন ব্যয় কত? ২ খ) নঈম এন্ড কোং এর ২,০০,০০০ ইটের উৎপাদন ব্যয় নির্ণয় কর। ৪ গ) নঈম অ্যান্ড কোং মোট ব্যয়ের ওপর ২০% মুনাফায় ইট বিক্রয় করতে চাইলে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য কত নির্ধারণ করতে হবে? ৪ ৯. ২০১৫ সালের ৩০ জুন তারিখে জনাব প্রিয়ানার খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতের পর দেখা গেল রেওয়ামিলে ডেবিট দিকের মোট যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা ২২০০ টাকা বেশি। হিসাবের বই নিরীক্ষা পূর্বক নিন্মোক্ত ভুলসমূহ উদঘাটিত হয় : ১. ক্রয় হিসাবের যোগফল ১০০০ টাকা কম দেখানো হয়েছে। ২.বেতন পরিশোধ ৩০০০ টাকা নগদান হিসাব ক্রেডিট করা হলেও বেতন হিসাব ডেবিট করা হয় নাই। ৩. যন্ত্রপাতি বিক্রয় ৫০০০ টাকা ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। ৪. দেনাদার সামিরা হতে ২০০০ টাকা প্রাপ্তি ভুলে সামিরা হিসাবকে ২০০ টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে। ক) উপরোক্ত ভুলগুলো হতে নীতিগত ভুল এর মোট পরিমান নির্ণয় কর। ২ খ) উপরোক্ত ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও। ৪ গ) অনিশ্চিত হিসাব প্রস্তুতের মাধ্যমে হিসাবটি বন্ধ কর। ৪ ১০. ২০১৫ সালে আশরাফের লেনদেনের কিছু অংশ নি¤œরূপ : আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। জমি বিক্রয় ৩,০০,০০০ টাকা। পুরোনো আসবাবপত্র বিক্রয় ১০,০০০ টাকা। পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা। বেতন প্রদান ২০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয় ৩,০০০ টাকা। ভাড়া প্রধান (যার মধ্যে ৫,০০০ টাকা ২০১৬ সালের জন্য) ৩০,০০০ টাকা। কমিশন প্রাপ্তি (যার মধ্যে ২,০০০ টাকা ২০১৪ সালের জন্য) ৫,০০০ টাকা। নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠান গঠনের জন্য প্রাথমিক ব্যয় ১০,০০০ টাকা। ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ২ খ) মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর। ৪ গ) আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় কর। ৪ ১১. জনাব সিয়াম মাসে ২০,০০০ টাকা বেতনে একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। এছাড়াও তিনি অন্য একটি প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করে ১০,০০০ টাকা আয় করেন। ২০১৩ সালের ১ লা জানুয়ারি তার পরিবারের আর্থিক অবস্থা ছিল নিন্মরূপ : নগদ ও ব্যাংক জমা ৩০,০০০ টাকা।বাড়ি ঘর ৫,০০,০০০ টাকা।বিনিয়োগ ৬০,০০০ টাকা।ঋণ ৮০,০০০ টাকা।আসবাবপত্র ৫০,০০০ টাকা।গহনাপত্র ৯০,০০০ টাকা।পাওনাদার ২০,০০০ টাকা।উক্ত বছর তার প্রতিষ্ঠানের অন্যন্য লেনদেন সমূহ নিন্মরটাঁকা খাদ্য সামগ্রী ২৫,০০০ টাকা, বাজার খরচ ৫৪,০০০ টাকা, শিক্ষা খরচ ৩০,০০০ টাকা কাপড় ক্রয় ১২,০০০ টাকা কম্পিউটার ক্রয় ২৬,০০০ টাকা গ্যাস পানি ২৪,০০০ টাঁকা ব্যাংক জমা ১৮,০০০ টাকা খবরের কাগজ ২,০০০ টাকা ক) জনাব সিয়াম পারিবারিক তহবিলের পরিমান কত? ২ খ) জনাব সিয়ামের সমাপনী নগদ তহবিলের পরিমান কত? ৪ গ) জনাব সিয়ামের পারিবারিক আয় উদ্বৃত্ত বা ঘাটতি পরিমান কত? ৪
×