ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে টিআইবির (এলাক) কার্যক্রম শুরু

প্রকাশিত: ২২:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরে টিআইবির (এলাক) কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে টিআইবির সচেতন নাগরিক কমিটির অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (এলাক) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনাক সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, নির্বাহী প্রধান ড. এনামুল হক প্রমুখ। এলাক কার্যক্রমের উপর অনুষ্ঠানটি উপস্থাপন করেন টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফজিলা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। সভায় বক্তারা জানান, দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের (এলাক) কার্যক্রমের আওতায় আইনী পরামর্শ প্রদান করা হবে।
×