ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরের বকশীগঞ্জে পাহাড় কেটে মাটি বিক্রি

প্রকাশিত: ২২:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

জামালপুরের বকশীগঞ্জে পাহাড় কেটে মাটি বিক্রি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকসীগঞ্জ উপজেলার সীমান্ত অঞ্চল বালিঝুরি বাজার এলাকায় শুরু হয়েছে পাহাড় কাটার মহোৎসব। পাহাড় কেটে মাটি বিক্রি করছে হাজী আলতাফ হোসেনের নের্তৃত্বে স্থানীয় প্রভাবশালীরা। ওরা পাহাড় কাটছে ফ্রিস্টাইলে। তাদের ভয়ে মুখ খুলছেনা এলাকাবাসী। দিনেদুপুরে পাহাড় ধংস্বের ঘটনা ঘটলেও বনবিভাগ ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ। সরজমিনে দেখা যায়, বালিঝুড়ি বাজার সংলগ্ন একটি উচু টিলা থেকে মাটি কাটছে হাজী আলতাফ হোসেনের লোকজন। পরে তা ট্রাকে করে নির্মানাধীন সেতুর সংযোগ সড়কে ফেলা হচ্ছে। ট্রাক প্রতি ৫’শ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান মোক্তার, আমিনুল, হুমায়ুন ও সাইফুলসহ স্থানীয়রা। এ ব্যাপারে হাজী আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আমার রেকর্ডকৃত দখলীয় জমি থেকে মাটি কেটেছি এতে কারো কোন সমস্যা হওয়া কথা নয়। এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান পাহাড় কাটা পুরোপুরি বেআইনি। এসিল্যান্ডকে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি। পাহাড় কাটার ফলে চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধ্বসে সংলগ্ন বালিঝুরি বাজারসহ বাড়ি ঘরে বসবাসরত লোকজনের প্রানহানি ঘটার আশংকা রয়েছে। পরিবেশের ভারসাম্য পড়বে হুমকির মুখে।
×